০১:২৪ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

চাকসুর গঠনতন্ত্র সংস্কারের প্রস্তাব চবি শিবিরের

জুনের মধ্যে ছাত্রসংসদ নির্বাচনের আহ্বান 
চাকসু নির্বাচন এবং চাকসু গঠনতন্ত্র সংস্কার প্রস্তাবনা নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রশিবির সংবাদ সম্মেলন করে জুনের মধ্যে ছাত্রসংসদ নির্বাচনের আহ্বান জানায়।
মঙ্গলবার (২৯ই এপ্রিল) চাকসু কেন্দ্রের সামনে দুপুর আড়াইটা থেকে সাড়ে ৪টা পর্যন্ত চলে এ সংবাদ সম্মেলন।
শাখা ছাত্রশিবিরের বায়তুলমাল সম্পাদক হাফেজ মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় এতে লিখিত বক্তব্য পাঠ করেন শাখা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম এবং সংস্কার প্রস্তাবনা দিয়ে গঠনতন্ত্র পাঠ করেন শাখা সেক্রেটারি মোহাম্মদ আলী।
এসময় ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) এর গঠনতন্ত্রে বেশকিছু সংস্কার প্রস্তাব করেছে।
ধারা-১ অপরিবর্তিত রাখলেও তারা ধারা-২ এর ‘ক’ তে লক্ষ্য ও উদ্দেশ্যে স্বাধিকার আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, স্বৈরাচারবিরোধী আন্দোলন, চব্বিশের গণঅভ্যুত্থানসহ সকল গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিকতায় শিক্ষার্থীদের মধ্যে সর্বোচ্চ গণতান্ত্রিক, ধর্মীয় ও মানবিক মূল্যবোধ ধারণ এবং লালন করা, ‘ঘ’ তে বিশ্ববিদ্যালয় জীবন থেকে সর্বোচ্চ এ্যাকাডেমিক, বুদ্ধিবৃত্তিক ও সহশিক্ষা মূলক সুবিধা লাভ করা ও ‘ঙ’ তে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর সর্বোচ্চ স্বার্থরক্ষা ও অধিকার আদায়ের কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করা এবং শিক্ষার্থীদের মতামতকে গুরুত্ব প্রদানের মাধ্যমে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সকল নীতিমালা প্রণয়নে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা বিষয়গুলো যুক্ত করেছে।
ধারা-৩ এর ‘ঘ’ তে বছরে অন্তত ১ টি জার্নাল প্রকাশ করা। শিক্ষার্থীদের গবেষণা কাজে আগ্রহী করতে বাৎসরিক গবেষণা পুরষ্কার প্রদান করার প্রস্তাব করেছে ছাত্রশিবির। এছাড়া ধারা-৬ এর নির্বাহী পরিষদে দপ্তর সম্পাদক, গবেষণা ও আন্তর্জাতিক সম্পাদক, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন সম্পাদক, আবাসন ও পরিবহন সম্পাদক, ক্যাফেটেরিয়া ও ক্যান্টিন বিষয়ক সম্পাদক, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, ছাত্র অধিকার ও গণতান্ত্রিক আন্দোলন, নারী অধিকার বিষয়ক সম্পাদকসহ কিছু নির্বাহী পরিষদ চেয়ে  পরিষদগুলোর কাজ প্রস্তাব করে তারা এবং কিছু পরিষদে সংস্কার প্রস্তাব করে ।
এছাড়াও বাকি ধারাগুলোতে তারা বেশকিছু সংস্কার প্রস্তাব রেখেছে।
সংস্কার প্রস্তাব শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শাখা সভাপতি মোহাম্মদ ইব্রাহিম বলেন, চব্বিশের ৫ই আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২৪ সালের ২৪ সেপ্টেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির সর্বপ্রথম ২৪ দফা দাবির মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে চাকসুর গঠনতন্ত্র সংস্কার ও নির্বাচনের দাবী জানিয়েছিল।
তিনি বলেন, আমরা প্রশাসনকে জুনের মধ্যে ছাত্রসংসদ নির্বাচন দেয়ার আহ্বান জানিয়েছি। আমরা চাই প্রশাসন জুনের মধ্যেই চাকসু নির্বাচন কার্যকর করুক এবং ৫-১০ ই মে এর মধ্যে চাকসু রোডম্যাপ ঘোষণা করুক।
শাখা সেক্রেটারি মোহাম্মদ আলী বলেন,  ৯০ দশকের সাথে বর্তমানের আধুনিক এ যুগের অনেককিছুই যুগোপযোগী নয়। এজন্যই আমরা মনে করছি চাকসু গঠনতন্ত্র সংস্কার প্রয়োজন। যে কারণে আমরা চাকসুর গঠনতন্ত্রের যুগোপযোগী সংস্কার প্রস্তাব করছি।
চাকসু নির্বাচনে ছাত্রশিবির জোটে যাবে কি-না এ প্রশ্নের উত্তরে তারা বলেন, আমরা এ বিষয়টা উন্মুক্ত রাখছি আমাদের দাবীর সাথে একাত্মতা পোষণ করা যে কেউ আমাদের সাথে জোটে আসতে পারবে।
এসময় ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রশিবিরের পক্ষ থেকে কোনো বিশৃঙ্খলার নজির নেই বলেও দাবি করেন নেতৃবৃন্দ।
 এছাড়াও সংবাদ সমাবেশে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরী দক্ষিণ শাখার সভাপতি ইব্রাহীম হোসেন রনি, মহানগর উত্তর শাখার সাংগঠনিক সম্পাদক খুররম মোরাদ ও চবি শাখার অন্যান্য নেতৃবৃন্দ।
জনপ্রিয় সংবাদ

চাকসুর গঠনতন্ত্র সংস্কারের প্রস্তাব চবি শিবিরের

আপডেট সময় : ০৭:১০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
চাকসু নির্বাচন এবং চাকসু গঠনতন্ত্র সংস্কার প্রস্তাবনা নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রশিবির সংবাদ সম্মেলন করে জুনের মধ্যে ছাত্রসংসদ নির্বাচনের আহ্বান জানায়।
মঙ্গলবার (২৯ই এপ্রিল) চাকসু কেন্দ্রের সামনে দুপুর আড়াইটা থেকে সাড়ে ৪টা পর্যন্ত চলে এ সংবাদ সম্মেলন।
শাখা ছাত্রশিবিরের বায়তুলমাল সম্পাদক হাফেজ মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় এতে লিখিত বক্তব্য পাঠ করেন শাখা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম এবং সংস্কার প্রস্তাবনা দিয়ে গঠনতন্ত্র পাঠ করেন শাখা সেক্রেটারি মোহাম্মদ আলী।
এসময় ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) এর গঠনতন্ত্রে বেশকিছু সংস্কার প্রস্তাব করেছে।
ধারা-১ অপরিবর্তিত রাখলেও তারা ধারা-২ এর ‘ক’ তে লক্ষ্য ও উদ্দেশ্যে স্বাধিকার আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, স্বৈরাচারবিরোধী আন্দোলন, চব্বিশের গণঅভ্যুত্থানসহ সকল গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিকতায় শিক্ষার্থীদের মধ্যে সর্বোচ্চ গণতান্ত্রিক, ধর্মীয় ও মানবিক মূল্যবোধ ধারণ এবং লালন করা, ‘ঘ’ তে বিশ্ববিদ্যালয় জীবন থেকে সর্বোচ্চ এ্যাকাডেমিক, বুদ্ধিবৃত্তিক ও সহশিক্ষা মূলক সুবিধা লাভ করা ও ‘ঙ’ তে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর সর্বোচ্চ স্বার্থরক্ষা ও অধিকার আদায়ের কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করা এবং শিক্ষার্থীদের মতামতকে গুরুত্ব প্রদানের মাধ্যমে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সকল নীতিমালা প্রণয়নে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা বিষয়গুলো যুক্ত করেছে।
ধারা-৩ এর ‘ঘ’ তে বছরে অন্তত ১ টি জার্নাল প্রকাশ করা। শিক্ষার্থীদের গবেষণা কাজে আগ্রহী করতে বাৎসরিক গবেষণা পুরষ্কার প্রদান করার প্রস্তাব করেছে ছাত্রশিবির। এছাড়া ধারা-৬ এর নির্বাহী পরিষদে দপ্তর সম্পাদক, গবেষণা ও আন্তর্জাতিক সম্পাদক, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন সম্পাদক, আবাসন ও পরিবহন সম্পাদক, ক্যাফেটেরিয়া ও ক্যান্টিন বিষয়ক সম্পাদক, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, ছাত্র অধিকার ও গণতান্ত্রিক আন্দোলন, নারী অধিকার বিষয়ক সম্পাদকসহ কিছু নির্বাহী পরিষদ চেয়ে  পরিষদগুলোর কাজ প্রস্তাব করে তারা এবং কিছু পরিষদে সংস্কার প্রস্তাব করে ।
এছাড়াও বাকি ধারাগুলোতে তারা বেশকিছু সংস্কার প্রস্তাব রেখেছে।
সংস্কার প্রস্তাব শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শাখা সভাপতি মোহাম্মদ ইব্রাহিম বলেন, চব্বিশের ৫ই আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২৪ সালের ২৪ সেপ্টেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির সর্বপ্রথম ২৪ দফা দাবির মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে চাকসুর গঠনতন্ত্র সংস্কার ও নির্বাচনের দাবী জানিয়েছিল।
তিনি বলেন, আমরা প্রশাসনকে জুনের মধ্যে ছাত্রসংসদ নির্বাচন দেয়ার আহ্বান জানিয়েছি। আমরা চাই প্রশাসন জুনের মধ্যেই চাকসু নির্বাচন কার্যকর করুক এবং ৫-১০ ই মে এর মধ্যে চাকসু রোডম্যাপ ঘোষণা করুক।
শাখা সেক্রেটারি মোহাম্মদ আলী বলেন,  ৯০ দশকের সাথে বর্তমানের আধুনিক এ যুগের অনেককিছুই যুগোপযোগী নয়। এজন্যই আমরা মনে করছি চাকসু গঠনতন্ত্র সংস্কার প্রয়োজন। যে কারণে আমরা চাকসুর গঠনতন্ত্রের যুগোপযোগী সংস্কার প্রস্তাব করছি।
চাকসু নির্বাচনে ছাত্রশিবির জোটে যাবে কি-না এ প্রশ্নের উত্তরে তারা বলেন, আমরা এ বিষয়টা উন্মুক্ত রাখছি আমাদের দাবীর সাথে একাত্মতা পোষণ করা যে কেউ আমাদের সাথে জোটে আসতে পারবে।
এসময় ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রশিবিরের পক্ষ থেকে কোনো বিশৃঙ্খলার নজির নেই বলেও দাবি করেন নেতৃবৃন্দ।
 এছাড়াও সংবাদ সমাবেশে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরী দক্ষিণ শাখার সভাপতি ইব্রাহীম হোসেন রনি, মহানগর উত্তর শাখার সাংগঠনিক সম্পাদক খুররম মোরাদ ও চবি শাখার অন্যান্য নেতৃবৃন্দ।