জামালপুরের ইসলামপুর পৌরসভার গাঁওকুড়া এলাকায় যৌথ বাহিনীর অভিযানে একটি রাইস মিল থেকে ২০৬ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে। রোববার (২ জুন) দিবাগত রাত ২টার দিকে মা রাইস মিলে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান পরিচালনা করেন সেনাবাহিনীর ক্যাপ্টেন আহসান, ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল্লাহ এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুর রহমান।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে জানা যায়, ব্যবসায়ী আরিফ মিয়া মা রাইস মিলের গোডাউনে সরকারি চাল অবৈধভাবে মজুত করে বিভিন্ন কোম্পানির সিলযুক্ত বস্তায় বাজারজাত করে আসছিলেন। প্রতিটি বস্তায় ৫০ কেজি করে চাল ছিল।
অভিযান চলাকালে মিল মালিক আরিফ মিয়াকে আটক করা হয়। তিনি দাবি করেছেন, চালগুলো তিনি ক্রয় করেছেন, তবে উপযুক্ত কাগজপত্র দেখাতে না পারায় প্রশাসন চালগুলো জব্দ করে গোডাউনটি সিলগালা করে দেয়।
ইসলামপুর থানার ওসি সাইফুল্লাহ বলেন, “সেনাবাহিনীর টহলরত দল রাত ১টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালায়। সরকারি চাল জব্দের ঘটনায় আরিফ মিয়ার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।”
ইউএনও তৌহিদুর রহমান বলেন, “আটক আরিফ মিয়া চালের বৈধ উৎস প্রমাণে ব্যর্থ হয়েছেন। তাই চাল জব্দ করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”




















