০৫:৪১ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

লালমনিরহাটে ডিবি পুলিশের বিশেষ অভিযানে টাপেন্টাডল ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

লালমনিরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক দুটি বিশেষ অভিযানে টাপেন্টাডল ও গাঁজাসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে মোট ৫০০ পিচ টাপেন্টাডল ট্যাবলেট ও ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

জানা গেছে, শুক্রবার (১৪ জুন ২০২৫) দুপুর ৩টা ৫ মিনিটে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি টিম লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের কর্ণপুর পুরাতন রেল ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালায়। অভিযানকালে কর্ণপুর এলাকার মোহাম্মদ আইয়ুব আলীর গালামালের দোকানের সামনে রাস্তা থেকে মো:তুহিন মিয়া (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তার বাড়ি আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের কিশামত খুটামারা গ্রামে। অভিযানে তার কাছ থেকে ৫০০ পিচ টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

একইদিন সকাল সাড়ে ৭টার দিকে ডিবি পুলিশের আরেকটি অভিযান পরিচালিত হয় সদর উপজেলার কুলাঘাটগামী সড়কের পাশে, উত্তর সাপটানা নয়ারহাট বাজারের ১০০ গজ পূর্বে একটি মাছের প্রজেক্টের সামনে। সেখান থেকে ৩ কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মো: জোবায়দুল (৩০), ধাইরখাতা গ্রামের বাসিন্দা এবং মো: কাইয়ুম উদ্দিন শেখ (৭২), যিনি নাটোর জেলার নলডাঙ্গা থানার শিবপুর চৌধুরীপাড়ার বাসিন্দা।

এ বিষয়ে লালমনিরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, মাদকের বিরুদ্ধে চলমান জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে ডিবি পুলিশের বিশেষ অভিযানে টাপেন্টাডল ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

আপডেট সময় : ০১:৪১:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫

লালমনিরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক দুটি বিশেষ অভিযানে টাপেন্টাডল ও গাঁজাসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে মোট ৫০০ পিচ টাপেন্টাডল ট্যাবলেট ও ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

জানা গেছে, শুক্রবার (১৪ জুন ২০২৫) দুপুর ৩টা ৫ মিনিটে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি টিম লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের কর্ণপুর পুরাতন রেল ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালায়। অভিযানকালে কর্ণপুর এলাকার মোহাম্মদ আইয়ুব আলীর গালামালের দোকানের সামনে রাস্তা থেকে মো:তুহিন মিয়া (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তার বাড়ি আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের কিশামত খুটামারা গ্রামে। অভিযানে তার কাছ থেকে ৫০০ পিচ টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

একইদিন সকাল সাড়ে ৭টার দিকে ডিবি পুলিশের আরেকটি অভিযান পরিচালিত হয় সদর উপজেলার কুলাঘাটগামী সড়কের পাশে, উত্তর সাপটানা নয়ারহাট বাজারের ১০০ গজ পূর্বে একটি মাছের প্রজেক্টের সামনে। সেখান থেকে ৩ কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মো: জোবায়দুল (৩০), ধাইরখাতা গ্রামের বাসিন্দা এবং মো: কাইয়ুম উদ্দিন শেখ (৭২), যিনি নাটোর জেলার নলডাঙ্গা থানার শিবপুর চৌধুরীপাড়ার বাসিন্দা।

এ বিষয়ে লালমনিরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, মাদকের বিরুদ্ধে চলমান জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।