চট্টগ্রাম নগরকে ঝুলন্ত তারের জঞ্জাল থেকে মুক্ত করতে চায় চট্টগ্রাম সিটি করপোরেশন
(চসিক)। এজন্য ফাইবার অ্যাট হোম লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে
সংস্থাটি। তারা শুরুতে পাঁচটি ওয়ার্ডে আন্ডারগ্রাউন্ড ক্যাবল সিস্টেম গড়ে তুলবে। তারপর
ধারাবাহিকভাবে পুরো নগর থেকে তারের জঞ্জাল সরাবে বলে জানা যায়।আজ নগরের
টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরের তথ্যটি নিশ্চিত করেন সংস্থাটির
জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমেদ। তিনি বলেন, ‘বিটিআরসি'র ন্যাশনাল টেলিকম
ট্রান্সমিশন নেটওয়ার্ক (এনটিটিএন) লাইসেন্সপ্রাপ্ত ফাইবার অ্যাট হোম এখন নগরে
ভূগর্ভস্থ অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক স্থাপনের কাজ করবে। এর মাধ্যমে শুধু দ্রুতগতির
ইন্টারনেট সংযোগই নয়, অন্যান্য স্মার্ট প্রযুক্তির সুবিধা নিশ্চিত হওয়ার পাশাপাশি নগরীর
সৌন্দর্যও বৃদ্ধি পাবে।’চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন
বলেন, ‘চট্টগ্রাম শহরকে স্মার্ট নগরে রূপান্তর করতে ভূগর্ভস্থ ক্যাবলিং অত্যন্ত
গুরুত্বপূর্ণ। ফাইবার অ্যাট হোম লিমিটেডের সঙ্গে এই চুক্তির মাধ্যমে আমরা নগরের
অব্যবস্থাপনায় থাকা ঝুলন্ত তারের জঞ্জালমুক্ত করে, পরিকল্পিত অপটিক্যাল ফাইবার
নেটওয়ার্ক গড়ে তুলতে চাই। প্রতিটি ভবনের নিচে একটি সংযোগ বক্স থাকবে, যেখান থেকে
নিরাপদ ও স্থিতিশীল ইন্টারনেট সরবরাহ করা যাবে। চট্টগ্রামকে একটি আধুনিক, পরিবেশবান্ধব
ও প্রযুক্তিনির্ভর স্মার্ট নগর হিসেবে গড়ে তুলতে হলে এমন উদ্যোগ সময়োপযোগী এবং
অপরিহার্য।’মেয়র আরও বলেন, ‘প্রাথমিকভাবে ২৩, ২৪, ২৭, ২৮, ৩১ নং ওয়ার্ডে এই
আন্ডারগ্রাউন্ড ক্যাবল সিস্টেম গড়ে তোলা হবে। এই প্রকল্পের আওতায় প্রতিটি বাসার নিচে
একটি সংযোগ বক্স স্থাপন করা হবে, যেখান থেকে সরাসরি ইন্টারনেট সেবা পাওয়া যাবে। এর
ফলে নগরে আর ঝুলন্ত ইন্টারনেট ক্যাবল দেখা যাবে না।’পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত প্রসঙ্গে
তিনি বলেন, ‘চট্টগ্রাম নগরবাসীর জন্য একটি পরিচ্ছন্ন, নিরাপদ এবং প্রযুক্তিনির্ভর পরিবেশ
নিশ্চিত করতে হলে ঝুলন্ত তারের অব্যবস্থাপনাকে দূর করতেই হবে। এই চুক্তির মাধ্যমে আমরা
নগরের নির্দিষ্ট কয়েকটি ওয়ার্ডে পরিকল্পিতভাবে ভূগর্ভস্থ অপটিক্যাল ফাইবার ক্যাবলিং শুরু
করতে যাচ্ছি। পর্যায়ক্রমে পুরো নগরে এটি বাস্তবায়ন করা হবে। এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে
চসিকের আইন কর্মকর্তা মহিউদ্দিন মুরাদ, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, ডা. এস এম
সারোয়ার আলম এবং ফাইবার অ্যাট হোমের জেনারেল ম্যানেজার সরফুদ্দিন ভূইয়া, মোহাম্মদ শাহ
ইসরাইল সবুজ উপস্থিত ছিলেন।
শিরোনাম
ফাইবার অ্যাট হোমের সঙ্গে চুক্তি চট্টগ্রাম নগরকে ঝুলন্ত তারের জঞ্জাল থেকে মুক্ত করতে চায় চসিক
-
চট্টগ্রাম ব্যুরো - আপডেট সময় : ০১:৫৪:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
- ।
- 77
জনপ্রিয় সংবাদ




















