০৭:০০ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কাজী হাবিবুল আউয়ালের রোপণ করা গাছের নেমপ্লেট খুলে নিল ইসি

নির্বাচন ভবন প্রাঙ্গণে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশনের রোপণ করা গাছের নেমপ্লেট খুলে ফেললো নির্বাচন কমিশন (ইসি)।
২০২৪ সালের ১০ জুলাই আগারগাঁওয়ের নির্বাচন ভবনের লেকের পাশে তৎকালীন সিইসিসহ চার নির্বাচন কমিশন ও ইসি সচিব ছয়টি ফলজ গাছ রোপণ করেছিলেন।
ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম জানান, সে সময়কার প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল রোপণ করেন সফেদা গাছের চারা। নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান রোপণ করেন জলপাই গাছের চারা।
এ ছাড়া নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা জামরুল গাছ, নির্বাচন কমিশনার মো. আলমগীর আম গাছ ও নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান রোপণ করেন মিষ্টি জলপাই গাছের চারা। আর নির্বাচন কমিশন সচিব শফিউল আজিমও রোপণ করেন সফেদা গাছের চারা।
বৃহস্পতিবার (৩ জুলাই) নির্বাচন ভবনের উত্তর পাশে গিয়ে দেখা যায়, আউয়াল কমিশনের রোপণ করা গাছগুলো থেকে নেমপ্লেট খুলে ফেলা হয়েছে। এসব নেমপ্লেট গাছের পাশে খুঁটিতে ঝুলানো ছিল।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক ইসির দায়িত্বশীল কর্মকর্তারা বলেন, বিএনপির করা একটি মামলার পর কাজী হাবিবুল আউয়াল বর্তমানে গ্রেপ্তার অবস্থায় রয়েছেন। ইতোমধ্যে তিনি আদালতে নির্বাচনী অনিয়মের স্বীকারোক্তিও দিয়েছেন। এই অবস্থায় নেমপ্লেটগুলো খুলে ফেলা হয়েছে।
২০২৪ সালের ৭ জানুয়ারি আউয়াল কমিশনের নেতৃত্বে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। একতরফা ওই নির্বাচন ‘ডামি নির্বাচন’ আখ্যা পায়, এতে আওয়ামী লীগের বিপরীতে আওয়ামী লীগের প্রার্থীরাই মূলত প্রতিদ্বন্দ্বিতা করেন। গত ২২ জুন বিএনপি গত যে তিনটি কমিশনের নামে মামলা দেয়, তার মধ্যে আউয়াল কমিশনও রয়েছে। এসব কমিশনের অধীনে নির্বাচন তদন্ত করে বাতিলের জন্যও দলটি এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশনের কাছে আবেদন জানায়।
বিএনপির মামলার পর কাজী হাবিবুল আউয়ালকে গত ২৫ জুন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ তার মগবাজারের বাসা থেকে গ্রেপ্তার করে। বর্তমানে তিনি রিমান্ড শেষে কারাগারে আছেন।
এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

সাড়ে ৪ বছর পর হারানো সিংহাসন ফিরে পেলেন কোহলি

কাজী হাবিবুল আউয়ালের রোপণ করা গাছের নেমপ্লেট খুলে নিল ইসি

আপডেট সময় : ০৭:২০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫

নির্বাচন ভবন প্রাঙ্গণে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশনের রোপণ করা গাছের নেমপ্লেট খুলে ফেললো নির্বাচন কমিশন (ইসি)।
২০২৪ সালের ১০ জুলাই আগারগাঁওয়ের নির্বাচন ভবনের লেকের পাশে তৎকালীন সিইসিসহ চার নির্বাচন কমিশন ও ইসি সচিব ছয়টি ফলজ গাছ রোপণ করেছিলেন।
ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম জানান, সে সময়কার প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল রোপণ করেন সফেদা গাছের চারা। নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান রোপণ করেন জলপাই গাছের চারা।
এ ছাড়া নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা জামরুল গাছ, নির্বাচন কমিশনার মো. আলমগীর আম গাছ ও নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান রোপণ করেন মিষ্টি জলপাই গাছের চারা। আর নির্বাচন কমিশন সচিব শফিউল আজিমও রোপণ করেন সফেদা গাছের চারা।
বৃহস্পতিবার (৩ জুলাই) নির্বাচন ভবনের উত্তর পাশে গিয়ে দেখা যায়, আউয়াল কমিশনের রোপণ করা গাছগুলো থেকে নেমপ্লেট খুলে ফেলা হয়েছে। এসব নেমপ্লেট গাছের পাশে খুঁটিতে ঝুলানো ছিল।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক ইসির দায়িত্বশীল কর্মকর্তারা বলেন, বিএনপির করা একটি মামলার পর কাজী হাবিবুল আউয়াল বর্তমানে গ্রেপ্তার অবস্থায় রয়েছেন। ইতোমধ্যে তিনি আদালতে নির্বাচনী অনিয়মের স্বীকারোক্তিও দিয়েছেন। এই অবস্থায় নেমপ্লেটগুলো খুলে ফেলা হয়েছে।
২০২৪ সালের ৭ জানুয়ারি আউয়াল কমিশনের নেতৃত্বে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। একতরফা ওই নির্বাচন ‘ডামি নির্বাচন’ আখ্যা পায়, এতে আওয়ামী লীগের বিপরীতে আওয়ামী লীগের প্রার্থীরাই মূলত প্রতিদ্বন্দ্বিতা করেন। গত ২২ জুন বিএনপি গত যে তিনটি কমিশনের নামে মামলা দেয়, তার মধ্যে আউয়াল কমিশনও রয়েছে। এসব কমিশনের অধীনে নির্বাচন তদন্ত করে বাতিলের জন্যও দলটি এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশনের কাছে আবেদন জানায়।
বিএনপির মামলার পর কাজী হাবিবুল আউয়ালকে গত ২৫ জুন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ তার মগবাজারের বাসা থেকে গ্রেপ্তার করে। বর্তমানে তিনি রিমান্ড শেষে কারাগারে আছেন।
এমআর/সবা