১০:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

টঙ্গীতে দুই পোশাক কারখানায় শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি ৪৩

হাসপাতালে ভর্তি অসুস্থ শ্রমিকরা

গাজীপুরের টঙ্গীতে আমট্রানেন্ট গ্রুপের দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এরমধ্যে ৪৩ শ্রমিক হাসপাতালে ভর্তি রয়েছেন।

বুধবার (১৪ জানুয়ারি) সকালে ৯টার দিকে একের পর এক শ্রমিক অসুস্থ হয়ে পড়লে কারখানা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আক্রান্ত শ্রমিকদের টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল এবং শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতাল সূত্র জানায়, ৪৩ শ্রমিক হাসপাতালে ভর্তি রয়েছেন।

চিকিৎসকরা জানান, আক্রান্ত শ্রমিকদের বেশিরভাগই বমি, শ্বাসকষ্ট, মাথা ঘোরা ও অস্বস্তিজনিত উপসর্গ নিয়ে চিকিৎসা নেন। তবে অধিকাংশ শ্রমিক আশঙ্কামুক্ত রয়েছেন।

শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, আমট্রানেন্ট গ্রুপের এক্সপার্ট ভিলেজ ও ব্রাভো অ্যাপারেলস কারখানার শ্রমিকদের নভেম্বর মাসের বেতন পরিশোধ করা হয়নি। এজন্য গত রবি ও সোমবার তারা কর্মবিরতি ও আন্দোলন করেন। এ সময় বেশ কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন।

বুধবার সকালে শ্রমিকরা ফের কাজে যোগ দিলে একে একে অসুস্থ হয়ে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে কর্তৃপক্ষ শ্রমিকদের বিভিন্ন হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।

ঘটনার পর কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অসুস্থতার সঠিক কারণ জানতে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. আমিনুল ইসলাম জানান, আক্রান্ত শ্রমিকদের মধ্যে প্যানিক অ্যাটাক, বমি ও শ্বাসকষ্টজনিত সমস্যার লক্ষণ দেখা গেছে। তবে অধিকাংশ শ্রমিক আশঙ্কামুক্ত রয়েছেন।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

আপিল শুনানির অষ্টম দিনে ৪৫ আবেদন মঞ্জুর করল ইসি

টঙ্গীতে দুই পোশাক কারখানায় শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি ৪৩

আপডেট সময় : ০৫:০০:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬

গাজীপুরের টঙ্গীতে আমট্রানেন্ট গ্রুপের দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এরমধ্যে ৪৩ শ্রমিক হাসপাতালে ভর্তি রয়েছেন।

বুধবার (১৪ জানুয়ারি) সকালে ৯টার দিকে একের পর এক শ্রমিক অসুস্থ হয়ে পড়লে কারখানা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আক্রান্ত শ্রমিকদের টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল এবং শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতাল সূত্র জানায়, ৪৩ শ্রমিক হাসপাতালে ভর্তি রয়েছেন।

চিকিৎসকরা জানান, আক্রান্ত শ্রমিকদের বেশিরভাগই বমি, শ্বাসকষ্ট, মাথা ঘোরা ও অস্বস্তিজনিত উপসর্গ নিয়ে চিকিৎসা নেন। তবে অধিকাংশ শ্রমিক আশঙ্কামুক্ত রয়েছেন।

শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, আমট্রানেন্ট গ্রুপের এক্সপার্ট ভিলেজ ও ব্রাভো অ্যাপারেলস কারখানার শ্রমিকদের নভেম্বর মাসের বেতন পরিশোধ করা হয়নি। এজন্য গত রবি ও সোমবার তারা কর্মবিরতি ও আন্দোলন করেন। এ সময় বেশ কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন।

বুধবার সকালে শ্রমিকরা ফের কাজে যোগ দিলে একে একে অসুস্থ হয়ে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে কর্তৃপক্ষ শ্রমিকদের বিভিন্ন হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।

ঘটনার পর কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অসুস্থতার সঠিক কারণ জানতে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. আমিনুল ইসলাম জানান, আক্রান্ত শ্রমিকদের মধ্যে প্যানিক অ্যাটাক, বমি ও শ্বাসকষ্টজনিত সমস্যার লক্ষণ দেখা গেছে। তবে অধিকাংশ শ্রমিক আশঙ্কামুক্ত রয়েছেন।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমআর/সবা