০৪:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সিরিজে টিকে থাকতে জয়ের বিকল্প নেই বাংলাদেশের

অধিনায়ক লিটনেরই আত্মবিশ্বাসের অভাব

সাপের ভয় নিয়ে ডাম্বুলায় আছে ‘নাগিন’ আতঙ্কও

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে টিকে থাকার লক্ষ্য নিয়ে আজ ডাম্বুলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।

সিরিজের প্রথম ম্যাচে শ্রীলংকার কাছে ৭ উইকেটে পরাজিত হয় বাংলাদেশ। সিরিজে টিকে থাকতে হলে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশ দলের।
শ্রীলংকার কাছে প্রথম ম্যাচ হারে নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে টানা ছয় ম্যাচ হারল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে জিতলে হারের বৃত্তও ভাঙ্গতে পারবে বাংলাদেশ।

অধিনায়ক সামনে থেকে দলকে নেতৃত্ব দিতে পারছেন না। বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস ওয়ানডে দলেই একাদশে জায়গা পাচ্ছেন না। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতেও ব্যর্থ হয়েছেন তিনি। লিটনকে নিয়ে চিন্তিত বাংলাদেশ কোচও। ফিল সিমন্স লিটনের আত্মবিশ্বাসে যথেষ্ট ঘাটতি দেখছেন।

ক্যান্ডিতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের রানের চাকা মন্থর হওয়া শুরু লিটনকে দিয়ে। ১১ বল খেলে বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়ক করলেন মোটে ৬ রান। অধিনায়ক যখন নিজেই নিজেকে হারিয়ে খুঁজছেন, দলকে পথ দেখাবেন কে? লিটনের বিদায়ের পর আরও ছন্দপতন। পরের ২৮ বলের মধ্যে পড়েছে ৩টি উইকেট, এসেছে ২৪ রান। রানরেট ৯ থেকে নেমে দাঁড়ায় সাতে। লিটনের আত্মবিশ্বাস যে তলানিতে, সেটি অস্বীকার করেননি সিমন্স। বাংলাদেশ দলের প্রধান কোচ গতকাল ডাম্বুলায় সংবাদ সম্মেলনে বলেন, ‘ঠিক, তার (লিটন) আত্মবিশ্বাস কিছুটা কমে গেছে। তবে আমরা জানি, সে কী করতে পারে। আমরা তার সঙ্গে অনেক কাজ করছি, যাতে সে নিজের সেরা জায়গায় ফিরে যেতে পারে। আশা করি, পরের ম্যাচেই সে ঘুরে দাঁড়াবে শুরুটা ভালো করবে এবং নিজের সামর্থ্যটা প্রমাণ দেবে।’

ওয়ানডে সিরিজে নিয়মিত একাদশে থাকা উইকেটকিপার ব্যাটসম্যান জাকের আলী সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ছিলেন না। তার না খেলা নিয়ে বেশ রহস্য তৈরি করেছে। জাকেরকে নিয়ে কোচের ব্যাখ্যা, ‘জাকের চোটে পড়েছিল ওয়ানডে সিরিজের আগেই। তার অবস্থা দেখা হবে, এরপর ম্যাচের জন্য সিদ্ধান্ত নেওয়া হবে, সে খেলতে পারবে কি না।’ জাকেরকে নিয়ে কোচ আরও বলেছেন, ‘সবার বাস্তববাদী হওয়া উচিত। জাকের চোটে পড়েছিল, তাই আমাদের বিকল্প খেলোয়াড় খেলাতে হয়েছে। এই ফরম্যাটে কেউ ওপেন করছে, কেউ পাঁচে বা ছয়ে ব্যাট করছে। মানিয়ে নেওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের হাতে অন্য কোনো বিকল্প ছিল না—তাই একজন ব্যাটারকে খেলাতে হয়েছে।’

শ্রীলঙ্কার ক্রিকেট মাঠে সাপ ঢোকার ঘটনা অবশ্য নতুন নয়। ঘন বর্ষণ বনাঞ্চলের (েে রেইনফরেস্ট) দেশটিতে সমুদ্র যেমন আছে, পাহাড়-জঙ্গলও অনেক। শহরাঞ্চলেই রাস্তার পাশে ঝোপ-জঙ্গল-পাহাড়। সাপ থাকাটাই স্বাভাবিক। এখানে অপরিকল্পিত নয়, অযত্নেও নেই। কাজেই হুট করে আপনাকে আঁতকে দিয়ে সামনে সাপ হাজির হয়ে যাবে, বিষয়টি তেমন নয়। গুইসাপের দেখা অবশ্য নিয়মিতই পাওয়া যাচ্ছে শ্রীলঙ্কায় আসার পর থেকে। কলম্বোর ব্যস্ততম এলাকার টিম হোটেল সিনামন গ্র্যান্ডের বাগানকেও মনে হয়েছে তাদের নিরাপদ আবাসস্থল।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে একাদশে পরিবর্তন আনতে পারে বাংলাদেশ। ঊরুর ইনজুরিতে প্রথম ম্যাচে খেলেননি জাকের আলি। যদি দ্বিতীয় ম্যাচের আগে ফিট হয়ে যান তাহলে একাদশে ফিরবেন জাকের। এছাড়াও একাদশে ফিরতে পারেন প্রথম ম্যাচে বাদ পড়া পেসার মোস্তাফিজুর রহমান।
বাংলাদেশ যেখানে ব্যর্থতায় হাবুডুবু খাচ্ছে সেখানে শ্রীলঙ্কা নিজেদের মাঠে প্রতি ফরম্যাটেই দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছে। ব্যাটসম্যান, বোলার, ফিল্ডার প্রত্েযকেই নিজেদের ভূমিকা সম্পর্কে সচেতন। সেই অনুযায়ী পারফর্মও করছেন। ব্যাটিংয়ে পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস বাংলাদেশের জন্য প্রতি ম্যাচেই ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। শুধু রান-ই তারা করছেন নতুন বলে পেসারদের আক্রমণ করে এলোমেলো করে দিচ্ছেন। এরপর অধিনায়ক চারিথ আসালাঙ্কাও নিয়মিত রান পাচ্ছেন। বোলারদের শাসন করছেন প্রাণখুলে। স্পিনার মাহিশ থিকসানা ও পেসার নুয়ান থুসারা বাংলাদেশের ব্যাটসম্যানদের ভোগাচ্ছেন। সব মিলিয়ে স্বাগতিক শিবির যেন একটা হাসিখুশি পরিবার। যারা এক হয়ে অনায়েসে পারফর্ম করে সাফল্য পেয়ে যাচ্ছে।

বাংলাদেশ দলে পারফর্মারের অভাব নেই। নিজেদের দিনে প্রত্েযকে জ্বলে উঠলে সাফল্য ধরা দেয়। কিন্তু কবে ক্রিকেটাররা চেনা রূপে ধরা দেবেন সেটাই বিরাট প্রশ্নের। শ্রীলঙ্কায় অন অ্যান্ড অফ পারফরম্যান্সে নিজেদের প্রশ্নবিদ্ধ করেছেন ক্রিকেটাররা।টি-টোয়েন্টি সিরিজ বাঁচানোর লড়াইয়ে নিজেদের সেরা খেলাটা জরুরি। এবার পারবেন তো তারা? নাকি এক ম্যাচ আগেই খোয়াবে টি-টোয়েন্টি সিরিজ? উত্তরটা জানতে, রবিবার পর্যন্ত অপেক্ষা করতে হবে।

 

 

 

 

 

জনপ্রিয় সংবাদ

মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষে ৮ জন নিহত

সিরিজে টিকে থাকতে জয়ের বিকল্প নেই বাংলাদেশের

অধিনায়ক লিটনেরই আত্মবিশ্বাসের অভাব

আপডেট সময় : ০৭:৪৬:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে টিকে থাকার লক্ষ্য নিয়ে আজ ডাম্বুলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।

সিরিজের প্রথম ম্যাচে শ্রীলংকার কাছে ৭ উইকেটে পরাজিত হয় বাংলাদেশ। সিরিজে টিকে থাকতে হলে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশ দলের।
শ্রীলংকার কাছে প্রথম ম্যাচ হারে নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে টানা ছয় ম্যাচ হারল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে জিতলে হারের বৃত্তও ভাঙ্গতে পারবে বাংলাদেশ।

অধিনায়ক সামনে থেকে দলকে নেতৃত্ব দিতে পারছেন না। বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস ওয়ানডে দলেই একাদশে জায়গা পাচ্ছেন না। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতেও ব্যর্থ হয়েছেন তিনি। লিটনকে নিয়ে চিন্তিত বাংলাদেশ কোচও। ফিল সিমন্স লিটনের আত্মবিশ্বাসে যথেষ্ট ঘাটতি দেখছেন।

ক্যান্ডিতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের রানের চাকা মন্থর হওয়া শুরু লিটনকে দিয়ে। ১১ বল খেলে বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়ক করলেন মোটে ৬ রান। অধিনায়ক যখন নিজেই নিজেকে হারিয়ে খুঁজছেন, দলকে পথ দেখাবেন কে? লিটনের বিদায়ের পর আরও ছন্দপতন। পরের ২৮ বলের মধ্যে পড়েছে ৩টি উইকেট, এসেছে ২৪ রান। রানরেট ৯ থেকে নেমে দাঁড়ায় সাতে। লিটনের আত্মবিশ্বাস যে তলানিতে, সেটি অস্বীকার করেননি সিমন্স। বাংলাদেশ দলের প্রধান কোচ গতকাল ডাম্বুলায় সংবাদ সম্মেলনে বলেন, ‘ঠিক, তার (লিটন) আত্মবিশ্বাস কিছুটা কমে গেছে। তবে আমরা জানি, সে কী করতে পারে। আমরা তার সঙ্গে অনেক কাজ করছি, যাতে সে নিজের সেরা জায়গায় ফিরে যেতে পারে। আশা করি, পরের ম্যাচেই সে ঘুরে দাঁড়াবে শুরুটা ভালো করবে এবং নিজের সামর্থ্যটা প্রমাণ দেবে।’

ওয়ানডে সিরিজে নিয়মিত একাদশে থাকা উইকেটকিপার ব্যাটসম্যান জাকের আলী সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ছিলেন না। তার না খেলা নিয়ে বেশ রহস্য তৈরি করেছে। জাকেরকে নিয়ে কোচের ব্যাখ্যা, ‘জাকের চোটে পড়েছিল ওয়ানডে সিরিজের আগেই। তার অবস্থা দেখা হবে, এরপর ম্যাচের জন্য সিদ্ধান্ত নেওয়া হবে, সে খেলতে পারবে কি না।’ জাকেরকে নিয়ে কোচ আরও বলেছেন, ‘সবার বাস্তববাদী হওয়া উচিত। জাকের চোটে পড়েছিল, তাই আমাদের বিকল্প খেলোয়াড় খেলাতে হয়েছে। এই ফরম্যাটে কেউ ওপেন করছে, কেউ পাঁচে বা ছয়ে ব্যাট করছে। মানিয়ে নেওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের হাতে অন্য কোনো বিকল্প ছিল না—তাই একজন ব্যাটারকে খেলাতে হয়েছে।’

শ্রীলঙ্কার ক্রিকেট মাঠে সাপ ঢোকার ঘটনা অবশ্য নতুন নয়। ঘন বর্ষণ বনাঞ্চলের (েে রেইনফরেস্ট) দেশটিতে সমুদ্র যেমন আছে, পাহাড়-জঙ্গলও অনেক। শহরাঞ্চলেই রাস্তার পাশে ঝোপ-জঙ্গল-পাহাড়। সাপ থাকাটাই স্বাভাবিক। এখানে অপরিকল্পিত নয়, অযত্নেও নেই। কাজেই হুট করে আপনাকে আঁতকে দিয়ে সামনে সাপ হাজির হয়ে যাবে, বিষয়টি তেমন নয়। গুইসাপের দেখা অবশ্য নিয়মিতই পাওয়া যাচ্ছে শ্রীলঙ্কায় আসার পর থেকে। কলম্বোর ব্যস্ততম এলাকার টিম হোটেল সিনামন গ্র্যান্ডের বাগানকেও মনে হয়েছে তাদের নিরাপদ আবাসস্থল।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে একাদশে পরিবর্তন আনতে পারে বাংলাদেশ। ঊরুর ইনজুরিতে প্রথম ম্যাচে খেলেননি জাকের আলি। যদি দ্বিতীয় ম্যাচের আগে ফিট হয়ে যান তাহলে একাদশে ফিরবেন জাকের। এছাড়াও একাদশে ফিরতে পারেন প্রথম ম্যাচে বাদ পড়া পেসার মোস্তাফিজুর রহমান।
বাংলাদেশ যেখানে ব্যর্থতায় হাবুডুবু খাচ্ছে সেখানে শ্রীলঙ্কা নিজেদের মাঠে প্রতি ফরম্যাটেই দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছে। ব্যাটসম্যান, বোলার, ফিল্ডার প্রত্েযকেই নিজেদের ভূমিকা সম্পর্কে সচেতন। সেই অনুযায়ী পারফর্মও করছেন। ব্যাটিংয়ে পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস বাংলাদেশের জন্য প্রতি ম্যাচেই ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। শুধু রান-ই তারা করছেন নতুন বলে পেসারদের আক্রমণ করে এলোমেলো করে দিচ্ছেন। এরপর অধিনায়ক চারিথ আসালাঙ্কাও নিয়মিত রান পাচ্ছেন। বোলারদের শাসন করছেন প্রাণখুলে। স্পিনার মাহিশ থিকসানা ও পেসার নুয়ান থুসারা বাংলাদেশের ব্যাটসম্যানদের ভোগাচ্ছেন। সব মিলিয়ে স্বাগতিক শিবির যেন একটা হাসিখুশি পরিবার। যারা এক হয়ে অনায়েসে পারফর্ম করে সাফল্য পেয়ে যাচ্ছে।

বাংলাদেশ দলে পারফর্মারের অভাব নেই। নিজেদের দিনে প্রত্েযকে জ্বলে উঠলে সাফল্য ধরা দেয়। কিন্তু কবে ক্রিকেটাররা চেনা রূপে ধরা দেবেন সেটাই বিরাট প্রশ্নের। শ্রীলঙ্কায় অন অ্যান্ড অফ পারফরম্যান্সে নিজেদের প্রশ্নবিদ্ধ করেছেন ক্রিকেটাররা।টি-টোয়েন্টি সিরিজ বাঁচানোর লড়াইয়ে নিজেদের সেরা খেলাটা জরুরি। এবার পারবেন তো তারা? নাকি এক ম্যাচ আগেই খোয়াবে টি-টোয়েন্টি সিরিজ? উত্তরটা জানতে, রবিবার পর্যন্ত অপেক্ষা করতে হবে।