০২:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

৫ উইকেটের কীর্তি গড়লেন প্রিয়ান্দানা

এক ওভারে ৬ বলে ৫ উইকেট! এমন ঘটনা আগে কখনো দেখেনি ক্রিকেট দুনিয়া। এবার সেই রেকর্ডটাই গড়েছেন ইন্দোনেশিয়ার পেসার গেদে প্রিয়ান্দানা। প্রথম বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ওভারে ৫ উইকেট শিকারের কীর্তি গড়েছেন তিনি। ২৮ বছর বয়সি এই পেসার কম্বোডিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে এই কীর্তি গড়েন।

উদয়না ক্রিকেট মাঠে আগে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১৬৭ রান তোলে ইন্দোনেশিয়া। সেই লক্ষ্য তাড়া করতে নেমে ১৫ ওভারে ৫ উইকেটে ১০৬ রান তোলে কম্বোডিয়া। এরপরই এক ওভারে পাঁচ উইকেট নিয়ে কম্বোডিয়াকে অলআউট করে দেন প্রিয়ান্দানা। ইনিংসের ১৬তম ওভারে ম্যাচে প্রথমবার বোলিং করতে এসেই পাঁচ উইকেট শিকার করেন এই পেসার।

১৬তম ওভারের প্রথম কম্বোডিয়ার তিন ব্যাটার শাহ আবরার হোসেন, নির্মলজিৎ সিং ও চ্যানথুন রথনককে ফেরান। তাতে হ্যাটট্রিক পূর্ণ হয় প্রিয়ান্দানার। চতুর্থ বলে তার সামনে সুযোগ ছিল ডাবল হ্যাটট্রিক পূর্ণ করার। তবে সেটা করতে পারেননি। বলটি হয় ডট। পরের দুই বলে কম্বোডিয়ার লেজের দুই ব্যাটার মংদারা স্ক ও পেল ভেনাককে আউট করেন।

এই দুই বলের মাঝে ওয়াইড করে প্রতিপক্ষকে দেন এক রান। তাতে গেদে প্রিয়ান্দানার বোলিং ফিগার দাঁড়ায় ১-০-১-৫! ১৫তম ওভারের আগেই পাঁচ উইকেট হারানো কম্বোডিয়া ৬ বলের ব্যবধানে শেষ পাঁচ উইকেট হারিয়ে হয় অলআউট। তাতে ৬০ রানের বিশাল জয় পায় ইন্দোনেশিয়া। এর আগে ইন্দোনেশিয়ার ১৬৭ রানের সংগ্রহ তোলার পথে সেঞ্চুরি করেন ধর্ম কেসুমা। তিনি ৬৮ বলে করেন ১১০ রান।

এটা আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার এক ওভারে ৫ উইকেটের ঘটনা হলেও ঘরোয়া ক্রিকেটে এমন ঘটনা দুবার ঘটেছে। এর মধ্যে আছে বাংলাদেশি পেসার আল-আমিন হোসেনের নাম। ২০১৩-১৪ মৌসুমে বিজয় দিবস টি-টোয়েন্টি কাপে আবাহনীর হয়ে ইউসিবি-বিসিবি একাদশের হয়ে ১ ওভারে ৫ উইকেট শিকার করেন। এছাড়া ভারতের সৈয়দ মুশতাক আলী ট্রফিতে হরিয়ানার বিপক্ষে ১ ওভারে পাঁচ উইকেট শিকার করেছিলেন কর্ণাটকের অভিমন্যু মিঠুন।

আন্তর্জাতিক ক্রিকেটে এক ওভারে পাঁচ উইকেট হারানোর এটা দ্বিতীয় ঘটনা এটি। ২০১০ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে সেন্ট লুসিয়ায় অস্ট্রেলিয়ার ইনিংসে শেষ ওভারে প্রথম দুই বলে দুই উইকেট নেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির। তৃতীয় ও চতুর্থ বলে রানআউট হন দুই অজি ব্যাটার। পঞ্চম বলটি ছিল ডট। ওভারের শেষ বলে আবার উইকেট নেন।

এক ওভারে পাঁচ উইকেট নেওয়ার ঘটনা এটা তৃতীয় হলেও, চার উইকেট শিকারের কীর্তি হয়েছে ১৪ বার।

জনপ্রিয় সংবাদ

একনেক সভায় ৪৬ হাজার ৪১৯ কোটি টাকার ২২ প্রকল্প অনুমোদন

৫ উইকেটের কীর্তি গড়লেন প্রিয়ান্দানা

আপডেট সময় : ০৯:০১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫

এক ওভারে ৬ বলে ৫ উইকেট! এমন ঘটনা আগে কখনো দেখেনি ক্রিকেট দুনিয়া। এবার সেই রেকর্ডটাই গড়েছেন ইন্দোনেশিয়ার পেসার গেদে প্রিয়ান্দানা। প্রথম বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ওভারে ৫ উইকেট শিকারের কীর্তি গড়েছেন তিনি। ২৮ বছর বয়সি এই পেসার কম্বোডিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে এই কীর্তি গড়েন।

উদয়না ক্রিকেট মাঠে আগে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১৬৭ রান তোলে ইন্দোনেশিয়া। সেই লক্ষ্য তাড়া করতে নেমে ১৫ ওভারে ৫ উইকেটে ১০৬ রান তোলে কম্বোডিয়া। এরপরই এক ওভারে পাঁচ উইকেট নিয়ে কম্বোডিয়াকে অলআউট করে দেন প্রিয়ান্দানা। ইনিংসের ১৬তম ওভারে ম্যাচে প্রথমবার বোলিং করতে এসেই পাঁচ উইকেট শিকার করেন এই পেসার।

১৬তম ওভারের প্রথম কম্বোডিয়ার তিন ব্যাটার শাহ আবরার হোসেন, নির্মলজিৎ সিং ও চ্যানথুন রথনককে ফেরান। তাতে হ্যাটট্রিক পূর্ণ হয় প্রিয়ান্দানার। চতুর্থ বলে তার সামনে সুযোগ ছিল ডাবল হ্যাটট্রিক পূর্ণ করার। তবে সেটা করতে পারেননি। বলটি হয় ডট। পরের দুই বলে কম্বোডিয়ার লেজের দুই ব্যাটার মংদারা স্ক ও পেল ভেনাককে আউট করেন।

এই দুই বলের মাঝে ওয়াইড করে প্রতিপক্ষকে দেন এক রান। তাতে গেদে প্রিয়ান্দানার বোলিং ফিগার দাঁড়ায় ১-০-১-৫! ১৫তম ওভারের আগেই পাঁচ উইকেট হারানো কম্বোডিয়া ৬ বলের ব্যবধানে শেষ পাঁচ উইকেট হারিয়ে হয় অলআউট। তাতে ৬০ রানের বিশাল জয় পায় ইন্দোনেশিয়া। এর আগে ইন্দোনেশিয়ার ১৬৭ রানের সংগ্রহ তোলার পথে সেঞ্চুরি করেন ধর্ম কেসুমা। তিনি ৬৮ বলে করেন ১১০ রান।

এটা আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার এক ওভারে ৫ উইকেটের ঘটনা হলেও ঘরোয়া ক্রিকেটে এমন ঘটনা দুবার ঘটেছে। এর মধ্যে আছে বাংলাদেশি পেসার আল-আমিন হোসেনের নাম। ২০১৩-১৪ মৌসুমে বিজয় দিবস টি-টোয়েন্টি কাপে আবাহনীর হয়ে ইউসিবি-বিসিবি একাদশের হয়ে ১ ওভারে ৫ উইকেট শিকার করেন। এছাড়া ভারতের সৈয়দ মুশতাক আলী ট্রফিতে হরিয়ানার বিপক্ষে ১ ওভারে পাঁচ উইকেট শিকার করেছিলেন কর্ণাটকের অভিমন্যু মিঠুন।

আন্তর্জাতিক ক্রিকেটে এক ওভারে পাঁচ উইকেট হারানোর এটা দ্বিতীয় ঘটনা এটি। ২০১০ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে সেন্ট লুসিয়ায় অস্ট্রেলিয়ার ইনিংসে শেষ ওভারে প্রথম দুই বলে দুই উইকেট নেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির। তৃতীয় ও চতুর্থ বলে রানআউট হন দুই অজি ব্যাটার। পঞ্চম বলটি ছিল ডট। ওভারের শেষ বলে আবার উইকেট নেন।

এক ওভারে পাঁচ উইকেট নেওয়ার ঘটনা এটা তৃতীয় হলেও, চার উইকেট শিকারের কীর্তি হয়েছে ১৪ বার।