এই মাসের শেষদিকে নেপালে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ টেবিল টেনিস (টিটি) বাছাই টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে অংশ নেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত অংশগ্রহণ করছে না বাংলাদেশ!
অথচ গত ২৭ মে সিনিয়র ও জুনিয়র মিলিয়ে ৩০ জনের মতো খেলোয়াড় নিয়ে ক্যাম্প শুরু করেছিল বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন। অনুশীলন ও ক্যাম্প চলমান আছে এখনও। তারপরও বিশ্বকাপ টিটির বাছাইয়ে নেই লাল-সবুজ বাহিনী।
এক্ষেত্রে টিটি ফেডারেশনের ব্যাখ্যা- খেলোয়াড়রা সিলেকশন (প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচের মাধ্যমে যাচাই) নয় পূর্বতর র্যাংকিং অনুযায়ী দল প্রেরণের জন্য অনড় অবস্থানে ছিল। খেলোয়াড়রা র্যাংকিংয়ের ভিত্তিতেই দল চূড়ান্ত করার জন্য স্বাক্ষর করে চিঠি দিয়েছে। ফলে আগের রেকর্ড অনুযায়ী দল পাঠাতে পারেনি বাংলাদেশ।
আরকে/সবা


























