১২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

পেলের বিশ্বকাপ জয়ের পদক ও ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ ম্যাচের গোলরক্ষকের জার্সি নিলামে

১৯৮৬ সালের বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের গোলবার সামলান পিটার শিলটন। আজটেকা স্টেডিয়ামের সেই ম্যাচে ইতিহাস গড়া জোড়া গোল করেন দিয়েগো ম্যারাডোনা—একটি ‘হ্যান্ড অব গড’, অন্যটি ‘গোল অব দ্য সেঞ্চুরি’। ঐতিহাসিক সেই ম্যাচে শিলটনের পরা জার্সি এবার উঠছে নিলামে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ইংল্যান্ডের কিংবদন্তি এই গোলকিপারের জার্সিটির সম্ভাব্য সর্বোচ্চ মূল্য ধরা হয়েছে ৩ লাখ পাউন্ড। শিলটনের জার্সির পাশাপাশি আরো কিছু দুর্লভ বিশ্বকাপ স্মারকও নিলামে উঠবে।

তালিকায় রয়েছে ব্রাজিলের কিংবদন্তি পেলের ১৯৫৮ বিশ্বকাপ জয়ের পদক। সেটির দাম ৫ লাখ পাউন্ড পর্যন্ত উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া ১৯৬৬ সালে ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতানো গর্ডন ব্যাঙ্কসের জয়ী পদকটির সম্ভাব্য মূল্য ৩ লাখ পাউন্ড।

নিলামের আয়োজন করবে যুক্তরাজ্যের গ্রাহাম বাড নামের একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির ক্রীড়াসামগ্রী নিলামের প্রধান ডেভিড কনভেরি জানান, ‘ফটো ম্যাচিং’-এর মাধ্যমে তারা নিশ্চিত হয়েছেন, জার্সিটি ১৯৮৬ সালের সেই ম্যাচেই শিলটনের পরা জার্সি। কিছুটা ছেঁড়া-ফাটা থাকলেও এটি এখনো ভালো অবস্থায় আছে বলে জানান তিনি।

জানা গেছে, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের আগেই জুলাই মাসে অনুষ্ঠিত হতে পারে এই নিলাম।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান জানিয়েছে, ১৯৬৬ বিশ্বকাপে অনুষ্ঠিত ৩২টি ম্যাচের টিকিটের পূর্ণ সেটও নিলামে তোলা হবে। এ সেটের মূল্য ৭ থেকে ১০ হাজার পাউন্ড হতে পারে।

নিলামের পর এই মূল্যবান স্মারকগুলো ঘুরিয়ে দেখানো হবে প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নশিপের বিভিন্ন মাঠে।

ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ (১২৫) খেলার রেকর্ড শিলটনের দখলে। পেশাদার ক্যারিয়ারে তিনি খেলেছেন ১ হাজার ৩৯০টি ম্যাচ—যা গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছে।

অন্যদিকে, পেলে ব্রাজিলকে জিতিয়েছেন তিনটি বিশ্বকাপ (১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০)। আর ম্যারাডোনা একাই ১৯৮৬ বিশ্বকাপে আর্জেন্টিনাকে এনে দেন বিশ্বজয়ের স্বাদ।

আরকে/সবা

জনপ্রিয় সংবাদ

মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষে ৮ জন নিহত

পেলের বিশ্বকাপ জয়ের পদক ও ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ ম্যাচের গোলরক্ষকের জার্সি নিলামে

আপডেট সময় : ০৭:৪৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

১৯৮৬ সালের বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের গোলবার সামলান পিটার শিলটন। আজটেকা স্টেডিয়ামের সেই ম্যাচে ইতিহাস গড়া জোড়া গোল করেন দিয়েগো ম্যারাডোনা—একটি ‘হ্যান্ড অব গড’, অন্যটি ‘গোল অব দ্য সেঞ্চুরি’। ঐতিহাসিক সেই ম্যাচে শিলটনের পরা জার্সি এবার উঠছে নিলামে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ইংল্যান্ডের কিংবদন্তি এই গোলকিপারের জার্সিটির সম্ভাব্য সর্বোচ্চ মূল্য ধরা হয়েছে ৩ লাখ পাউন্ড। শিলটনের জার্সির পাশাপাশি আরো কিছু দুর্লভ বিশ্বকাপ স্মারকও নিলামে উঠবে।

তালিকায় রয়েছে ব্রাজিলের কিংবদন্তি পেলের ১৯৫৮ বিশ্বকাপ জয়ের পদক। সেটির দাম ৫ লাখ পাউন্ড পর্যন্ত উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া ১৯৬৬ সালে ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতানো গর্ডন ব্যাঙ্কসের জয়ী পদকটির সম্ভাব্য মূল্য ৩ লাখ পাউন্ড।

নিলামের আয়োজন করবে যুক্তরাজ্যের গ্রাহাম বাড নামের একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির ক্রীড়াসামগ্রী নিলামের প্রধান ডেভিড কনভেরি জানান, ‘ফটো ম্যাচিং’-এর মাধ্যমে তারা নিশ্চিত হয়েছেন, জার্সিটি ১৯৮৬ সালের সেই ম্যাচেই শিলটনের পরা জার্সি। কিছুটা ছেঁড়া-ফাটা থাকলেও এটি এখনো ভালো অবস্থায় আছে বলে জানান তিনি।

জানা গেছে, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের আগেই জুলাই মাসে অনুষ্ঠিত হতে পারে এই নিলাম।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান জানিয়েছে, ১৯৬৬ বিশ্বকাপে অনুষ্ঠিত ৩২টি ম্যাচের টিকিটের পূর্ণ সেটও নিলামে তোলা হবে। এ সেটের মূল্য ৭ থেকে ১০ হাজার পাউন্ড হতে পারে।

নিলামের পর এই মূল্যবান স্মারকগুলো ঘুরিয়ে দেখানো হবে প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নশিপের বিভিন্ন মাঠে।

ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ (১২৫) খেলার রেকর্ড শিলটনের দখলে। পেশাদার ক্যারিয়ারে তিনি খেলেছেন ১ হাজার ৩৯০টি ম্যাচ—যা গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছে।

অন্যদিকে, পেলে ব্রাজিলকে জিতিয়েছেন তিনটি বিশ্বকাপ (১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০)। আর ম্যারাডোনা একাই ১৯৮৬ বিশ্বকাপে আর্জেন্টিনাকে এনে দেন বিশ্বজয়ের স্বাদ।

আরকে/সবা