গাজায় মানবিক সহায়তার লাইনে দাঁড়িয়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে শহীদ হয়েছেন ফিলিস্তিনের জাতীয় ফুটবল দলের সাবেক তারকা সুলেমান ওবেইদ (৪০)। বুধবার (৭ আগস্ট) আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে এ খবর জানা যায়।
ওবেইদ ছিলেন কেবল একজন ফুটবলার নন, ছিলেন ফিলিস্তিনি জাতির প্রেরণা। ২০১০ সালে ওয়েস্ট এশিয়ান চ্যাম্পিয়নশিপে দেশের হয়ে প্রথম আন্তর্জাতিক গোল করেন তিনি। খেলেছেন এএফসি চ্যালেঞ্জ কাপ ও বিশ্বকাপ বাছাইপর্বেও।
তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ফিলিস্তিনের ক্রীড়াঙ্গনে। চলমান সংঘাতে ইতোমধ্যে ৬৬০ জনের বেশি ক্রীড়াবিদ, স্কাউট ও যুব সংগঠক নিহত হয়েছেন বলে জানিয়েছে বিভিন্ন সংস্থা।
এদিকে, ইসরায়েলি হামলার প্রতিবাদে জার্মানির ক্লাব ফরচুনা ডুসেলডর্ফ দলে ইসরায়েলি খেলোয়াড় শোন ওয়েইসম্যানকে না নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে।
সুলেমান ওবেইদের শাহাদাত কেবল এক ক্রীড়াবিদের প্রাণহানি নয়, বরং তা বিশ্ব ক্রীড়াঙ্গনে সহিংসতা ও বৈষম্যের এক করুণ প্রতিচ্ছবি।
এমআর/সবা


























