বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীরা ছাত্র সংসদ (ব্রাকসু) নির্বাচনের দাবিতে এবার আমরণ অনশনে বসার ঘোষণা দিয়েছেন। আগামী রবিবার (১৭ আগস্ট) থেকে প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি শুরু হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরেই লিফলেট বিতরণ, স্মারকলিপি, মানববন্ধন ও সংবাদ সম্মেলনের মাধ্যমে দাবি জানালেও বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। সম্প্রতি উপাচার্যকে দেওয়া পাঁচ দিনের আল্টিমেটামও অকার্যকর হওয়ায় তারা বাধ্য হয়ে অনশনের পথে যাচ্ছেন।
অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, “শিক্ষার্থীদের যৌক্তিক দাবি উপেক্ষা করা হচ্ছে। প্রশাসন দ্রুত রোডম্যাপ ঘোষণা না করলে দায়ভার তাদেরই নিতে হবে।”
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. ফেরদৌস রহমান জানান, ছাত্র সংসদ নির্বাচনের আইন প্রণয়নের কাজ শিক্ষা মন্ত্রণালয়ে চলমান। রাষ্ট্রপতির অনুমোদন পেলেই রোডম্যাপ ঘোষণা সম্ভব হবে।
উল্লেখ্য, গত বছর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দলীয় রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করার পর থেকেই শিক্ষার্থীরা ব্রাকসু নির্বাচনের দাবিতে আন্দোলন করে আসছেন।
এমআর/সবা


























