যুব সমাজকে মাদক, মোবাইল আসক্তি, সন্ত্রাস থেকে বিরত রেখে খেলাধুলার প্রতি আকৃষ্ট করার জন্য সোনালী অতীত ফুটবল ক্লাব, পলাশ উপজেলার বিভিন্ন মাঠে নিয়মিত ফুটবল ম্যাচের আয়োজন করে আসছে। তারই ধারাবাহিকতায় পলাশ উপজেলার অনূর্ধ্ব-১৬ ফুটবলারদের ঢাকা পাইনিয়ার ফুটবল লিগে অংশগ্রহণের সুযোগ করে দেয়ার জন্য, সোনালী অতীত ফুটবল একাডেমি, নামে একটি দল এন্ট্রি করেছে।
গত ১৫ই আগস্ট নরসিংদীর ঘোড়াশালের পলাশের কো-অপারেটিভ স্কুল মাঠে খেলোয়াড় বাছাইয়ের প্রথম পর্ব অনুষ্ঠিত হয়। আগামী ২৩ আগস্ট বিকেল ৩টায় একই ভেন্যুতে খেলোয়ার বাছাইয়ের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে।

পলাশ উপজেলার আগ্রহী অনূর্ধ্ব-১৬ ফুটবলারদেরকে বিকেল ৩টার মধ্যে পলাশ কো-অপারেটিভ স্কুল মাঠে উপস্থিত থাকতে বলেছে সোনালী অতীত ফুটবল একাডেমি।
২০২৪ সালের ২০ সেপ্টেম্বর নরসিংদীর ঘোড়াশালের পলাশে পলাশ শিল্পাঞ্চল কলেজের হলরুমে পলাশ উপজেলা সোনালী অতীত ফুটবল ক্লাবের একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি ফারুক হোসেন। সঞ্চালনা করেন ক্লাবটির সাধারণ সম্পাদক এনএ সিদ্দিকী সম্রাট।

সভায় মোট পাঁচটি সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি ছিল সোনালী অতীত ফুটবল ক্লাব, পলাশের সার্বিক ব্যবস্থাপনায় “সোনালী অতীত ফুটবল একাডেমি” নামে ফুটবল প্রশিক্ষণ কেন্দ্র চালু করা হবে। এই একাডেমির মাধ্যমে তৃণমুল পর্যায়ে বয়সভিত্তিক ফুটবলারদের প্রশিক্ষণ দেওয়া হবে।
এই ফুটবল একারেডমির প্রশিক্ষণ পরিচালনার জন্য সংগ্রাম চন্দকে আহবায়ক করে একটি উপ-কমিটি গঠন করা হয়েছিল। এই কমিটির অন্য সদস্যরা হলেন : কামাল হোসেন, নুরুজ্জামান শফিক, জিয়াউল হক রাসেল, শিহাব উদ্দিন ও জাকির হোসেন।
আরকে/সবা


























