০৪:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

জাকির পরিবারের খরচের দায়িত্ব নিল ঢাকা ক্যাপিটালস

রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচ শুরুর কয়েক মিনিট আগে হঠাৎ হৃদ্ররোগে আক্রান্ত হয়ে মাঠে লুটিয়ে পড়েছিলেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি। মাঠে প্রাথমিকভাবে সিপিআর দেওয়া হলেও তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সিলেটের আল হারামাইন হাসপাতালে আইসিইউতে রাখা হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। দেশের ঘরোয়া ক্রিকেটে দীর্ঘদিন কাজ করা এই অভিজ্ঞ কোচের মৃত্যুতে ক্রিকেট অঙ্গন ও দলের সবাই গভীর শোকাহত।

ঢাকা ক্যাপিটালস শোকবার্তায় জানায়, মাহবুব আলী জাকির অকাল প্রয়াণে দল গভীরভাবে মর্মাহত। তার আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়। পাশাপাশি, ঢাকা ক্যাপিটালস ঘোষণা করেছে যে, জাকির মৃত্যুতে তার পরিবার ও সন্তানদের সব ধরনের খরচ বহন করবে ফ্র্যাঞ্চাইজি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং বিপিএলের অন্য ফ্র্যাঞ্চাইজি রাজশাহী ওয়ারিয়র্সও শোক প্রকাশ করেছে।

দীর্ঘদিন ধরে দেশের ক্রিকেটে গুরুত্বপূর্ণ অবদান রাখা এই কোচের মৃত্যুতে তার ছাত্র-ছাত্রী, সহকর্মী ও ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে শোকের ছায়া নেমেছে।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

জাকির পরিবারের খরচের দায়িত্ব নিল ঢাকা ক্যাপিটালস

আপডেট সময় : ০৪:৪৭:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫

রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচ শুরুর কয়েক মিনিট আগে হঠাৎ হৃদ্ররোগে আক্রান্ত হয়ে মাঠে লুটিয়ে পড়েছিলেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি। মাঠে প্রাথমিকভাবে সিপিআর দেওয়া হলেও তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সিলেটের আল হারামাইন হাসপাতালে আইসিইউতে রাখা হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। দেশের ঘরোয়া ক্রিকেটে দীর্ঘদিন কাজ করা এই অভিজ্ঞ কোচের মৃত্যুতে ক্রিকেট অঙ্গন ও দলের সবাই গভীর শোকাহত।

ঢাকা ক্যাপিটালস শোকবার্তায় জানায়, মাহবুব আলী জাকির অকাল প্রয়াণে দল গভীরভাবে মর্মাহত। তার আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়। পাশাপাশি, ঢাকা ক্যাপিটালস ঘোষণা করেছে যে, জাকির মৃত্যুতে তার পরিবার ও সন্তানদের সব ধরনের খরচ বহন করবে ফ্র্যাঞ্চাইজি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং বিপিএলের অন্য ফ্র্যাঞ্চাইজি রাজশাহী ওয়ারিয়র্সও শোক প্রকাশ করেছে।

দীর্ঘদিন ধরে দেশের ক্রিকেটে গুরুত্বপূর্ণ অবদান রাখা এই কোচের মৃত্যুতে তার ছাত্র-ছাত্রী, সহকর্মী ও ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে শোকের ছায়া নেমেছে।

এমআর/সবা