০২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ভারতকে হারিয়ে প্রতিশোধ নিল বাংলাদেশ

এক ম্যাচ বাকি থাকতেই শিরোপা নিশ্চিত করে ফেলেছে ভারত অনূর্ধ্ব-১৭ দল। তাই বাংলাদেশ-ভারতের ম্যাচটি হয়ে দাঁড়ায় শুধুই আনুষ্ঠানিকতার। তবে সেই ম্যাচে চমক দিয়ে প্রতিশোধ নিল বাংলাদেশ। চ্যাম্পিয়নদের বিপক্ষে জয় পেয়েছে ৪-৩ ব্যবধানে।

ডাবল লিগ পদ্ধতির প্রথম দেখায় এই ভারতের কাছেই ২-০ গোলে হেরেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। শিরোপা জিততে না পারলেও ভারতকে হারিয়ে বদলা নিয়ে দেশে ফেরার অপেক্ষায় বাংলাদেশের মেয়েরা।

ছয় ম্যাচে বাংলাদেশের জয় চারটিতে। একটি করে ড্র ও হার। ১৩ পয়েন্ট নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে বাংলাদেশ। সেখানে ১৫ পয়েন্ট নিয়ে শিরোপা জিতল ভারত। বাংলাদেশ হলো রানার্সআপ।

রবিবার (৩১ আগস্ট) ভুটানের রাজধানী থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে হওয়া ম্যাচটিতে শুরু থেকেই দাপট দেখায় বাংলাদেশের মেয়েরা। কিক অফ হওয়ার সঙ্গে সঙ্গেই গোলের দেখা পায় বাংলাদেশ। ডান প্রান্ত থেকে মামনি চাকমার ক্রসে বক্সে দুর্দান্ত হেডে গোল করেন পূর্ণিমা মারমা।

যদিও সেই লিড ধরে রাখতে পারেনি বাংলাদেশে। মাত্র সাত মিনিট পর সমতা আনে ভারত। আনুশকা কুমারী বাংলাদেশের গোলরক্ষক মেঘলা রাণীকে পরাস্ত করে বল জালে জড়ান।

জেতার ক্ষুধায় থাকা বাংলাদেশ ৩৬ মিনিটে আবারও এগিয়ে যায়। ঠান্ডা মাথায় ফাকা দাড়িয়ে থাকা আলপী আক্তার প্লেসিং শটে বল জালে পাঠান। আলপীর গোলে ২-১ লিড নিয়ে প্রথমার্ধের বিরতিতে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার দ্রুততম সময়ে আবারও ব্যবধান বাড়িয়ে নেয় বাংলাদেশের হয়ে সুরভী আকন্দ প্রীতি। ৪৮ মিনিটে ২ গোলে পিছিয়ে পড়ে চ্যাম্পিয়নরা।

ভারতের হয়ে ব্যবধান ৬৫ মিনিটে ভারতের প্রকৃতি বর্মন ব্যবধান কমান। শেষদিকে সুযোগ নষ্ট করেন সুরভী। নিশ্চিত জয়ের পথে থাকা বাংলাদেশকে আটকে দেওয়ার প্রচেষ্টায় ভারতের অধিনায়ক ঝুলন দূরপাল্লার শটে গোল করেন। ৩-৩ গোলে তখন সমতায় আসে ম্যাচ।

তবে ম্যাচজুড়ে আধিপত্য দেখানো বাংলাদেশ ঠিকই ম্যাচে ফিরে আসে ৯৫ মিনিটে। সুরভীর শট ভারতের গোলকিপার প্রথম অবস্থায় পুরোপুরি ঠেকাতে ব্যর্থ হয়। দ্বিতীয় প্রচেষ্টায় বল ঠেকালেও ডিফেন্ডারের গায়ে লেগে চলে যায় জালে। ৪-৩ গোলে জিতে মাঠ ছাড়ে বাংলাদেশ।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষে ৮ জন নিহত

ভারতকে হারিয়ে প্রতিশোধ নিল বাংলাদেশ

আপডেট সময় : ০৮:৪৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫

এক ম্যাচ বাকি থাকতেই শিরোপা নিশ্চিত করে ফেলেছে ভারত অনূর্ধ্ব-১৭ দল। তাই বাংলাদেশ-ভারতের ম্যাচটি হয়ে দাঁড়ায় শুধুই আনুষ্ঠানিকতার। তবে সেই ম্যাচে চমক দিয়ে প্রতিশোধ নিল বাংলাদেশ। চ্যাম্পিয়নদের বিপক্ষে জয় পেয়েছে ৪-৩ ব্যবধানে।

ডাবল লিগ পদ্ধতির প্রথম দেখায় এই ভারতের কাছেই ২-০ গোলে হেরেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। শিরোপা জিততে না পারলেও ভারতকে হারিয়ে বদলা নিয়ে দেশে ফেরার অপেক্ষায় বাংলাদেশের মেয়েরা।

ছয় ম্যাচে বাংলাদেশের জয় চারটিতে। একটি করে ড্র ও হার। ১৩ পয়েন্ট নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে বাংলাদেশ। সেখানে ১৫ পয়েন্ট নিয়ে শিরোপা জিতল ভারত। বাংলাদেশ হলো রানার্সআপ।

রবিবার (৩১ আগস্ট) ভুটানের রাজধানী থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে হওয়া ম্যাচটিতে শুরু থেকেই দাপট দেখায় বাংলাদেশের মেয়েরা। কিক অফ হওয়ার সঙ্গে সঙ্গেই গোলের দেখা পায় বাংলাদেশ। ডান প্রান্ত থেকে মামনি চাকমার ক্রসে বক্সে দুর্দান্ত হেডে গোল করেন পূর্ণিমা মারমা।

যদিও সেই লিড ধরে রাখতে পারেনি বাংলাদেশে। মাত্র সাত মিনিট পর সমতা আনে ভারত। আনুশকা কুমারী বাংলাদেশের গোলরক্ষক মেঘলা রাণীকে পরাস্ত করে বল জালে জড়ান।

জেতার ক্ষুধায় থাকা বাংলাদেশ ৩৬ মিনিটে আবারও এগিয়ে যায়। ঠান্ডা মাথায় ফাকা দাড়িয়ে থাকা আলপী আক্তার প্লেসিং শটে বল জালে পাঠান। আলপীর গোলে ২-১ লিড নিয়ে প্রথমার্ধের বিরতিতে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার দ্রুততম সময়ে আবারও ব্যবধান বাড়িয়ে নেয় বাংলাদেশের হয়ে সুরভী আকন্দ প্রীতি। ৪৮ মিনিটে ২ গোলে পিছিয়ে পড়ে চ্যাম্পিয়নরা।

ভারতের হয়ে ব্যবধান ৬৫ মিনিটে ভারতের প্রকৃতি বর্মন ব্যবধান কমান। শেষদিকে সুযোগ নষ্ট করেন সুরভী। নিশ্চিত জয়ের পথে থাকা বাংলাদেশকে আটকে দেওয়ার প্রচেষ্টায় ভারতের অধিনায়ক ঝুলন দূরপাল্লার শটে গোল করেন। ৩-৩ গোলে তখন সমতায় আসে ম্যাচ।

তবে ম্যাচজুড়ে আধিপত্য দেখানো বাংলাদেশ ঠিকই ম্যাচে ফিরে আসে ৯৫ মিনিটে। সুরভীর শট ভারতের গোলকিপার প্রথম অবস্থায় পুরোপুরি ঠেকাতে ব্যর্থ হয়। দ্বিতীয় প্রচেষ্টায় বল ঠেকালেও ডিফেন্ডারের গায়ে লেগে চলে যায় জালে। ৪-৩ গোলে জিতে মাঠ ছাড়ে বাংলাদেশ।

এমআর/সবা