০৩:৩২ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
৪ গ্রুপে অংশ নেবে ১২ দল

একাডেমি কাপ ফুটবলের গ্রুপিং ড্র অনুষ্ঠিত

‘নতুন প্রতিভার অন্বেষণে’- এই স্লোগানকে নিয়ে বাংলাদেশের তৃণমূল ফুটবলের অন্যতম সেরা আয়োজন বসুন্ধরা কিংস বিএফএসএফ অনূর্ধ্ব-১৪ একাডেমি কাপ ২০২৫-এর প্রাথমিক নিবন্ধনকারী দলগুলোর প্রতিনিধিদের উপস্থিতিতে আজ (১৫ সেপ্টেম্বর) ঢাকায় গ্রুপিং ড্র ও প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। প্রাথমিক নিবন্ধনকারী ১৮ দলের প্রতিনিধিদের উপস্থিতিতে লটারির মাধ্যমে ৮ বিভাগীয় অঞ্চলের মোট ১২টি দল চূড়ায় করা হয়েছে।

লটারি আয়োজনের পর চূড়ান্তভাবে সুযোগ পাওয়া ১২টি দলের প্রতিনিধিদের সঙ্গে টূর্নামেন্টের অন্যান্য যাবতীয় বিষয় নিয়ে আয়োজকদের এক মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। এরপর ১২ দলের প্রতিনিধিদের নিয়ে গ্রুপিং করা হয়েছে।

আসছে ডিসেম্বরে বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামের আয়োজনে, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সার্বিক সহযোগিতায় এবং বসুন্ধরা কিংসের পৃষ্ঠপোষকতায় মাঠে গড়াবে এ বছরের আয়োজন।

মূলত দেশের বিভিন্ন প্রান্তের ছড়িয়ে-ছিটিয়ে থাকা ফুটবল একাডেমিগুলোর জন্য প্রতিযোগিতামূলক এই আসরটি শুরু করেছিল আয়োজকরা। ২০১৯ সালে প্রথম আয়োজনের ধারাবাহিকতায় ২০২০ ও ২০২১ সালেও আয়োজিত হয়েছিল এই ফুটবলীয় আসরটি। মাঝে নানা কারণে আয়োজনটি মাঠে না গড়ালেও এবার আবারও প্রস্তুতি শুরু হয়েছে।

২০১৯, ২০২০ এবং ২০২১ সালে মোট তিন বার ‘বসুন্ধরা কিংস বিএফএসএফ অনূর্ধ্ব-১৪ একাডেমি কাপ’ ফুটবল প্রতিযোগিতা আয়োজিত হয়েছিল। ৩ বছরে মোট ১২টি করে ৩৬টি একাডেমি এই আয়োজনে অংশ নেয়।

একাডেমির কাপের বিগত ৩টি আসরে উল্লেখযোগ্য কিছু সাফল্য লক্ষ্য করা গেছে। ২০১৯ সালে অংশগ্রহণকারী ১২টি দলের ২৪০ খেলোয়াড়দের মধ্য থেকে ১৮০ খেলোয়াড় সেবার ঢাকা পাইওনিয়ার ফুটবল লিগে খেলার সুযোগ পেয়েছিল। সেবার পাইওনিয়ার ফুটবল লিগ থেকে ৪টি দল ঢাকা তৃতীয় বিভাগ ফুটবল লিগে উর্ত্তীণ হয়। সেখানকার ৩টি দলেই ছিল একাডেমি কাপের খেলোয়াড়। সেবারের আসরে ব্রাহ্মণবাড়িয়া জেলার ব্রাহ্মণবাড়িয়া ইউনাইটেড ‍ফুটবল একাডেমির হয়ে অংশগ্রহণ করেছিল বর্তমান বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ জাতীয় ফুটবল দলের অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল।

একাডেমি কাপের ২০২০ সালের টূর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছিল এফসি ইউনাইটেড ফেনীর খেলোয়াড় রাব্বি হোসেন রাহুল। বর্তমানে রাব্বি বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ জাতীয় ফুটবল দলের হয়ে খেলছে। এছাড়াও সেবার অংশগ্রহণকারী আরেক দল হরিয়ান ফুটবল একাডেমির বেশ ক’জন খেলোয়াড়, যেমন : মিঠু চৌধুরী, নাহিদুল ইসলাম শাওন, জয় আহমেদ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ জাতীয় ফুটবল দলের হয়ে মাঠ মাতিয়েছেন। এর মধ্যে আকাশ আহমেদ, বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ জাতীয় দলের হয়ে খেলেছেন। রুহুল আমিন আকাশ বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ ২০২৪-২৫ মৌসুমে বাফুফে এলিট একাডেমির হয়ে খেলেছেন।

এর বাইরেও একাডেমি কাপে অংশগ্রহণ করা আরও অনেক খেলোয়াড় ঢাকায় তৃতীয় বিভাগ, দ্বিতীয় বিভাগ, সিনিয়র ডিভিশন লিগসহ বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে বিভিন্ন দলের হয়ে খেলেছেন।

‘নতুন প্রতিভার অন্বেষণ’ স্লোগানকে ধারণ করে বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম দেশের তৃণমূল ফুটবল তথা খেলোয়াড় তৈরির যে পাইপলাইন সৃষ্টির জন্য ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে আসরটি আয়োজন করে যাচ্ছে, সেটি যদি নিয়মিত মাঠে রাখা যায় তাহলে দেশের খেলোয়াড় তৈরির পাইপলাইন যেমন সমৃদ্ধ হবে, ঠিক তেমনি সারা বছর যেসব ফুটবল একাডেমিগুলো কার্যক্রম পরিচালনা করে থাকে; তাদের প্রতিযোগিতামূলক এবং নিজেদের মেলে ধরার সুযোগ পাবে এই আসরটির মাধ্যমে।

বসুন্ধরা কিংস বিএফএসএফ অনূর্ধ্ব-১৪ একাডেসি কাপ ২০২৫-এর চূড়ান্ত ১২টি দলগুলো (গ্রুপ অনুয়ায়ী) হচ্ছে-
ক-গ্রুপ : ডিএসএস ক্লাব (নারায়ণগঞ্জ), ফিরোজ কামাল ফুটবল একাডেমি (আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া), উদয়ন জুনিয়র ফুটবল একাডেমি (ময়মনসিংহ)

খ-গ্রুপ : বাংলাদেশ বয়েজ ক্লাব ফুটবল একাডেমি (চট্টগ্রাম), মর্নিং স্টার ফুটবল একাডেমি (লালমনিরহাট), টঙ্গী ফুটবল একাডেমি (গাজীপুর)

গ-গ্রুপ : টু স্টার বোদা উপজেলা ফুটবল একাডেমি (পঞ্চগড়), মরহুম ফরহাদ হোসেন তালুকদার স্মৃতি ফুটবল একাডেমি, (গোপালপুর, টাঙ্গাইল), গোলাকান্দাইল ফুটবল একাডেমি (রূপগঞ্জ)

ঘ-গ্রুপ : নান্দনিক স্পোর্টস একাডেমি (জগন্নাথপুর, সুনামগঞ্জ), এসবি আলী ফুটবল একাডেমি (খুলনা), হরিয়ান ফুটবল একাডেমি (রাজশাহী)।

আারকে/সবা

জনপ্রিয় সংবাদ

৪ গ্রুপে অংশ নেবে ১২ দল

একাডেমি কাপ ফুটবলের গ্রুপিং ড্র অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:০৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

‘নতুন প্রতিভার অন্বেষণে’- এই স্লোগানকে নিয়ে বাংলাদেশের তৃণমূল ফুটবলের অন্যতম সেরা আয়োজন বসুন্ধরা কিংস বিএফএসএফ অনূর্ধ্ব-১৪ একাডেমি কাপ ২০২৫-এর প্রাথমিক নিবন্ধনকারী দলগুলোর প্রতিনিধিদের উপস্থিতিতে আজ (১৫ সেপ্টেম্বর) ঢাকায় গ্রুপিং ড্র ও প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। প্রাথমিক নিবন্ধনকারী ১৮ দলের প্রতিনিধিদের উপস্থিতিতে লটারির মাধ্যমে ৮ বিভাগীয় অঞ্চলের মোট ১২টি দল চূড়ায় করা হয়েছে।

লটারি আয়োজনের পর চূড়ান্তভাবে সুযোগ পাওয়া ১২টি দলের প্রতিনিধিদের সঙ্গে টূর্নামেন্টের অন্যান্য যাবতীয় বিষয় নিয়ে আয়োজকদের এক মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। এরপর ১২ দলের প্রতিনিধিদের নিয়ে গ্রুপিং করা হয়েছে।

আসছে ডিসেম্বরে বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামের আয়োজনে, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সার্বিক সহযোগিতায় এবং বসুন্ধরা কিংসের পৃষ্ঠপোষকতায় মাঠে গড়াবে এ বছরের আয়োজন।

মূলত দেশের বিভিন্ন প্রান্তের ছড়িয়ে-ছিটিয়ে থাকা ফুটবল একাডেমিগুলোর জন্য প্রতিযোগিতামূলক এই আসরটি শুরু করেছিল আয়োজকরা। ২০১৯ সালে প্রথম আয়োজনের ধারাবাহিকতায় ২০২০ ও ২০২১ সালেও আয়োজিত হয়েছিল এই ফুটবলীয় আসরটি। মাঝে নানা কারণে আয়োজনটি মাঠে না গড়ালেও এবার আবারও প্রস্তুতি শুরু হয়েছে।

২০১৯, ২০২০ এবং ২০২১ সালে মোট তিন বার ‘বসুন্ধরা কিংস বিএফএসএফ অনূর্ধ্ব-১৪ একাডেমি কাপ’ ফুটবল প্রতিযোগিতা আয়োজিত হয়েছিল। ৩ বছরে মোট ১২টি করে ৩৬টি একাডেমি এই আয়োজনে অংশ নেয়।

একাডেমির কাপের বিগত ৩টি আসরে উল্লেখযোগ্য কিছু সাফল্য লক্ষ্য করা গেছে। ২০১৯ সালে অংশগ্রহণকারী ১২টি দলের ২৪০ খেলোয়াড়দের মধ্য থেকে ১৮০ খেলোয়াড় সেবার ঢাকা পাইওনিয়ার ফুটবল লিগে খেলার সুযোগ পেয়েছিল। সেবার পাইওনিয়ার ফুটবল লিগ থেকে ৪টি দল ঢাকা তৃতীয় বিভাগ ফুটবল লিগে উর্ত্তীণ হয়। সেখানকার ৩টি দলেই ছিল একাডেমি কাপের খেলোয়াড়। সেবারের আসরে ব্রাহ্মণবাড়িয়া জেলার ব্রাহ্মণবাড়িয়া ইউনাইটেড ‍ফুটবল একাডেমির হয়ে অংশগ্রহণ করেছিল বর্তমান বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ জাতীয় ফুটবল দলের অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল।

একাডেমি কাপের ২০২০ সালের টূর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছিল এফসি ইউনাইটেড ফেনীর খেলোয়াড় রাব্বি হোসেন রাহুল। বর্তমানে রাব্বি বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ জাতীয় ফুটবল দলের হয়ে খেলছে। এছাড়াও সেবার অংশগ্রহণকারী আরেক দল হরিয়ান ফুটবল একাডেমির বেশ ক’জন খেলোয়াড়, যেমন : মিঠু চৌধুরী, নাহিদুল ইসলাম শাওন, জয় আহমেদ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ জাতীয় ফুটবল দলের হয়ে মাঠ মাতিয়েছেন। এর মধ্যে আকাশ আহমেদ, বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ জাতীয় দলের হয়ে খেলেছেন। রুহুল আমিন আকাশ বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ ২০২৪-২৫ মৌসুমে বাফুফে এলিট একাডেমির হয়ে খেলেছেন।

এর বাইরেও একাডেমি কাপে অংশগ্রহণ করা আরও অনেক খেলোয়াড় ঢাকায় তৃতীয় বিভাগ, দ্বিতীয় বিভাগ, সিনিয়র ডিভিশন লিগসহ বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে বিভিন্ন দলের হয়ে খেলেছেন।

‘নতুন প্রতিভার অন্বেষণ’ স্লোগানকে ধারণ করে বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম দেশের তৃণমূল ফুটবল তথা খেলোয়াড় তৈরির যে পাইপলাইন সৃষ্টির জন্য ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে আসরটি আয়োজন করে যাচ্ছে, সেটি যদি নিয়মিত মাঠে রাখা যায় তাহলে দেশের খেলোয়াড় তৈরির পাইপলাইন যেমন সমৃদ্ধ হবে, ঠিক তেমনি সারা বছর যেসব ফুটবল একাডেমিগুলো কার্যক্রম পরিচালনা করে থাকে; তাদের প্রতিযোগিতামূলক এবং নিজেদের মেলে ধরার সুযোগ পাবে এই আসরটির মাধ্যমে।

বসুন্ধরা কিংস বিএফএসএফ অনূর্ধ্ব-১৪ একাডেসি কাপ ২০২৫-এর চূড়ান্ত ১২টি দলগুলো (গ্রুপ অনুয়ায়ী) হচ্ছে-
ক-গ্রুপ : ডিএসএস ক্লাব (নারায়ণগঞ্জ), ফিরোজ কামাল ফুটবল একাডেমি (আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া), উদয়ন জুনিয়র ফুটবল একাডেমি (ময়মনসিংহ)

খ-গ্রুপ : বাংলাদেশ বয়েজ ক্লাব ফুটবল একাডেমি (চট্টগ্রাম), মর্নিং স্টার ফুটবল একাডেমি (লালমনিরহাট), টঙ্গী ফুটবল একাডেমি (গাজীপুর)

গ-গ্রুপ : টু স্টার বোদা উপজেলা ফুটবল একাডেমি (পঞ্চগড়), মরহুম ফরহাদ হোসেন তালুকদার স্মৃতি ফুটবল একাডেমি, (গোপালপুর, টাঙ্গাইল), গোলাকান্দাইল ফুটবল একাডেমি (রূপগঞ্জ)

ঘ-গ্রুপ : নান্দনিক স্পোর্টস একাডেমি (জগন্নাথপুর, সুনামগঞ্জ), এসবি আলী ফুটবল একাডেমি (খুলনা), হরিয়ান ফুটবল একাডেমি (রাজশাহী)।

আারকে/সবা