০৩:৪২ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় রাবির ১৮ গবেষক

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় স্থান পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ১৮ জন গবেষক। এর মধ্যে ১৩ জন বর্তমানে বিশ্ববিদ্যালয়ে কর্মরত। যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এবং নেদারল্যান্ডসভিত্তিক শীর্ষ গবেষণা প্রকাশনা সংস্থা এলসেভিয়ার যৌথভাবে গত ১৯ সেপ্টেম্বর এ তালিকা প্রকাশ করে।

তালিকায় থাকা গবেষকদের মধ্যে রয়েছেন—উপাচার্য ও পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক সালেহ্ হাসান নকীব, ফলিত গণিতের অধ্যাপক ড. মো. আলি আকবার, ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশলের অধ্যাপক মো. ইব্রাহিম এইচ. মন্ডল, ইইই বিভাগের অধ্যাপক জাকের হোসাইন ও আতোয়ার রহমান, ফার্মেসির অধ্যাপক মো. আব্দুল আলিম আল-বারি ও সহযোগী অধ্যাপক মহিতোষ বিশ্বাস, ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মির্জা হুমায়ুন কবির রুবেল, ফিসারিজ বিভাগের অধ্যাপক মো. ইয়ামিন হোসাইন, রসায়নের অধ্যাপক হাসান আহমাদ, পদার্থবিজ্ঞানের ইমেরিটাস প্রফেসর এ কে এম আজহারুল ইসলাম, পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের অধ্যাপক মশিউর রহমান এবং সদ্য নিয়োগ পাওয়া সিএসই প্রভাষক ড. আবু সালেহ মুছা মিয়া।

এছাড়া রাবির অ্যাফিলিয়েশনে তালিকাভুক্ত হয়েছেন আরও পাঁচজন—মোহাম্মাদ আব্দুল হাদি, মোহাম্মাদ শফি উল্যাহ, মনোয়ার হোসাইন খন্দকার, মো. রফিকুল ইসলাম ও মো. চানমিয়া শেখ। এর মধ্যে কয়েকজন রাবির সাবেক শিক্ষার্থী বা পিএইচডিধারী হলেও বর্তমানে অন্য প্রতিষ্ঠানে কর্মরত আছেন। তবে স্কোপাস ডাটাবেজের পদ্ধতিগত জটিলতার কারণে রফিকুল ইসলাম ও চানমিয়া শেখের প্রকৃত পরিচয় শনাক্ত করা যায়নি।

এ প্রসঙ্গে উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বলেন, “এটা অবশ্যই খুশির খবর। গবেষকরাই একটি বিশ্ববিদ্যালয়কে বৈশ্বিকভাবে পরিচিত করে। আমরা গবেষণা খাতে বাজেট বাড়াব, যাতে ভবিষ্যতে আরও বেশি গবেষক আন্তর্জাতিক তালিকায় স্থান পান।”

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় রাবির ১৮ গবেষক

আপডেট সময় : ০৫:২২:৪৪ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় স্থান পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ১৮ জন গবেষক। এর মধ্যে ১৩ জন বর্তমানে বিশ্ববিদ্যালয়ে কর্মরত। যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এবং নেদারল্যান্ডসভিত্তিক শীর্ষ গবেষণা প্রকাশনা সংস্থা এলসেভিয়ার যৌথভাবে গত ১৯ সেপ্টেম্বর এ তালিকা প্রকাশ করে।

তালিকায় থাকা গবেষকদের মধ্যে রয়েছেন—উপাচার্য ও পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক সালেহ্ হাসান নকীব, ফলিত গণিতের অধ্যাপক ড. মো. আলি আকবার, ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশলের অধ্যাপক মো. ইব্রাহিম এইচ. মন্ডল, ইইই বিভাগের অধ্যাপক জাকের হোসাইন ও আতোয়ার রহমান, ফার্মেসির অধ্যাপক মো. আব্দুল আলিম আল-বারি ও সহযোগী অধ্যাপক মহিতোষ বিশ্বাস, ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মির্জা হুমায়ুন কবির রুবেল, ফিসারিজ বিভাগের অধ্যাপক মো. ইয়ামিন হোসাইন, রসায়নের অধ্যাপক হাসান আহমাদ, পদার্থবিজ্ঞানের ইমেরিটাস প্রফেসর এ কে এম আজহারুল ইসলাম, পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের অধ্যাপক মশিউর রহমান এবং সদ্য নিয়োগ পাওয়া সিএসই প্রভাষক ড. আবু সালেহ মুছা মিয়া।

এছাড়া রাবির অ্যাফিলিয়েশনে তালিকাভুক্ত হয়েছেন আরও পাঁচজন—মোহাম্মাদ আব্দুল হাদি, মোহাম্মাদ শফি উল্যাহ, মনোয়ার হোসাইন খন্দকার, মো. রফিকুল ইসলাম ও মো. চানমিয়া শেখ। এর মধ্যে কয়েকজন রাবির সাবেক শিক্ষার্থী বা পিএইচডিধারী হলেও বর্তমানে অন্য প্রতিষ্ঠানে কর্মরত আছেন। তবে স্কোপাস ডাটাবেজের পদ্ধতিগত জটিলতার কারণে রফিকুল ইসলাম ও চানমিয়া শেখের প্রকৃত পরিচয় শনাক্ত করা যায়নি।

এ প্রসঙ্গে উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বলেন, “এটা অবশ্যই খুশির খবর। গবেষকরাই একটি বিশ্ববিদ্যালয়কে বৈশ্বিকভাবে পরিচিত করে। আমরা গবেষণা খাতে বাজেট বাড়াব, যাতে ভবিষ্যতে আরও বেশি গবেষক আন্তর্জাতিক তালিকায় স্থান পান।”

এমআর/সবা