এবারের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল অক্টোবরের মাঝামাঝি সময়ে প্রকাশ করা হবে বলে জানিয়েছে শিক্ষা বোর্ডগুলো। মোট সোয়া ১২ লাখ শিক্ষার্থীর এই পরীক্ষার ফল তৈরির কাজ বর্তমানে চলমান। চলতি বছর থেকে এসএসসির মতো এইচএসসিতেও সহানুভূতির নম্বর দেওয়া সম্পূর্ণভাবে বন্ধ করা হয়েছে।
বিগত এক যুগ ধরে পরীক্ষার্থীরা অনেক সময় খাতায় ২৮ নম্বর পেলে ৩৩ করে পাস করানো কিংবা ২-৫ নম্বর বাড়িয়ে গ্রেড উন্নীত করার একটি অলিখিত নিয়ম প্রচলিত ছিল। এবার থেকে পরীক্ষার্থীরা প্রশ্ন অনুযায়ী যতটুকু লিখেছে, শুধুমাত্র তার ভিত্তিতেই নম্বর পাবেন। বাড়তি তথ্য লিখেও নম্বর মিলবে না।
শিক্ষা বোর্ডগুলো পরীক্ষকদের কড়া নির্দেশনা দিয়েছে, নির্ধারিত উত্তর ব্যতীত অন্য কিছুতে নম্বর না দিতে এবং খাতা মূল্যায়নে যেন কোনো গাফিলতি না হয়। খাতা দেখায় অনিয়ম করায় ইতিমধ্যে ৮ জন পরীক্ষককে আজীবনের জন্য বহিষ্কার এবং ৭১ জনকে পাঁচ বছরের জন্য কালো তালিকাভুক্ত করা হয়েছে।
শিক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, এবারের ফলাফল হবে শিক্ষার্থীদের প্রকৃত যোগ্যতার প্রতিফলন। এর মাধ্যমে মূল্যায়ন ব্যবস্থায় স্বচ্ছতা ও মানোন্নয়ন নিশ্চিত করতে চায় কর্তৃপক্ষ।
এমআর/সবা


























