চট্টগ্রাম নগরের যানজট নিরসনে মনোরেল প্রকল্পের ফিল্ড সার্ভে শুরু হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে টাইগারপাসে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) কার্যালয়ে এ উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়।
সভায় চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন জানান, চট্টগ্রামকে দেশের বাণিজ্যিক রাজধানী এবং আন্তর্জাতিক বাণিজ্যের হাব হিসেবে গড়ে তুলতে হলে যানজট ও পরিবহন সংকটের সমাধান করা জরুরি। এর জন্য মনোরেল একটি আধুনিক ও পরিবেশবান্ধব সমাধান।
মেয়র আরও বলেন, “মনোরেল নির্মাণের জন্য ইতিমধ্যেই সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়েছে। আজ থেকে ফিল্ড সার্ভে শুরু হচ্ছে। ফিল্ড সার্ভের মাধ্যমে সম্ভাব্যতা যাচাইয়ের পর প্রকল্পের কাজ শুরু হবে।”
প্রকল্পের সমন্বয় দায়িত্ব দেওয়া হয়েছে চসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু সাদাত তৈয়ব কে। এছাড়া সভায় উপস্থিত ছিলেন চসিকের সচিব মো. আশরাফুল আমিন, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান এবং প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরী।
গ্রেটার চিটাগাং ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী এবং আরব কনট্রাকটরস ও ওরাসকম পেনিনসুলা কনসোর্টিয়ামের প্রধান প্রতিনিধিত্ব কাউসার আলম চৌধুরী প্রকল্পের অগ্রগতি তুলে ধরেন।
মেয়র বলেন, “বিডাসহ সব সংস্থার সহযোগিতায় মনোরেল প্রকল্প বাস্তবায়িত হলে নগরের যানজট উল্লেখযোগ্যভাবে কমে যাবে এবং পরিবহন ব্যবস্থার আধুনিকীকরণ নিশ্চিত হবে।”
এমআর/সবা
























