০১:১৬ অপরাহ্ন, সোমবার, ০৫ জানুয়ারী ২০২৬, ২২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াতের ১০–দলীয় জোটে যোগের বিরোধে এনসিপির মুশফিক উস সালেহীন পদত্যাগ

  • সবুজ বাংলা
  • আপডেট সময় : ০৮:২৪:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • 36

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছাড়লেন দলটির মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন। তিনি এ পদ ছাড়ার পাশাপাশি এনসিপির যুগ্ম সদস্যসচিব, কার্যনির্বাহী পরিষদের সদস্য এবং পলিসি অ্যান্ড রিসার্চ উইংয়ের কো-লিড হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।

মুশফিক বৃহস্পতিবার বিকেলে অনলাইনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে পদত্যাগপত্র পাঠান। তিনি জানান, জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর সঙ্গে নির্বাচনী সমঝোতা নীতিগতভাবে গ্রহণযোগ্য নয়। তিনি মনে করেন, জোটে যোগদান এনসিপির মধ্যপন্থী, ভবিষ্যৎমুখী এবং অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক লক্ষ্যগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

পদত্যাগপত্রে মুশফিক লিখেছেন, তিনি দলের অভ্যন্তরে গণতান্ত্রিক চর্চার অভাব, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার অস্বচ্ছতা এবং জোটসঙ্গীদের রাজনীতির ধরন বিবেচনায় এ পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তার মতে, স্বল্প মেয়াদে ভোটের রাজনীতিতে লাভ থাকলেও দীর্ঘ মেয়াদে এনসিপিকে শক্তিশালী ও আত্মনির্ভরশীল বাংলাদেশপন্থী দল হিসেবে গড়ে তোলার সম্ভাবনা ক্ষুণ্ণ হতে পারে।

মুশফিক উস সালেহীনের পদত্যাগের মাধ্যমে জামায়াতের সঙ্গে সমঝোতা নিয়ে অন্তত ১৪ জন কেন্দ্রীয় নেতা এনসিপি ছাড়লেন।

শু/সবা

শীতের রাতে পায়ে মোজা পরে ঘুমানো ভালো নাকি খারাপ, জানুন

জামায়াতের ১০–দলীয় জোটে যোগের বিরোধে এনসিপির মুশফিক উস সালেহীন পদত্যাগ

আপডেট সময় : ০৮:২৪:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছাড়লেন দলটির মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন। তিনি এ পদ ছাড়ার পাশাপাশি এনসিপির যুগ্ম সদস্যসচিব, কার্যনির্বাহী পরিষদের সদস্য এবং পলিসি অ্যান্ড রিসার্চ উইংয়ের কো-লিড হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।

মুশফিক বৃহস্পতিবার বিকেলে অনলাইনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে পদত্যাগপত্র পাঠান। তিনি জানান, জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর সঙ্গে নির্বাচনী সমঝোতা নীতিগতভাবে গ্রহণযোগ্য নয়। তিনি মনে করেন, জোটে যোগদান এনসিপির মধ্যপন্থী, ভবিষ্যৎমুখী এবং অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক লক্ষ্যগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

পদত্যাগপত্রে মুশফিক লিখেছেন, তিনি দলের অভ্যন্তরে গণতান্ত্রিক চর্চার অভাব, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার অস্বচ্ছতা এবং জোটসঙ্গীদের রাজনীতির ধরন বিবেচনায় এ পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তার মতে, স্বল্প মেয়াদে ভোটের রাজনীতিতে লাভ থাকলেও দীর্ঘ মেয়াদে এনসিপিকে শক্তিশালী ও আত্মনির্ভরশীল বাংলাদেশপন্থী দল হিসেবে গড়ে তোলার সম্ভাবনা ক্ষুণ্ণ হতে পারে।

মুশফিক উস সালেহীনের পদত্যাগের মাধ্যমে জামায়াতের সঙ্গে সমঝোতা নিয়ে অন্তত ১৪ জন কেন্দ্রীয় নেতা এনসিপি ছাড়লেন।

শু/সবা