বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে স্কুল শিক্ষিকা জেসমিন আক্তারের ছিনতাইয়ের ঘটনায় অংসাপ্রু মার্মা (২৪) নামে এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা ও পুলিশ।
ঘটনা ঘটেছে মঙ্গলবার দুপুরে, যখন শিক্ষিকা বাড়ি ফেরার পথে পথরোধ করে তার ব্যাগ, মোবাইল ফোন, ব্যাংক চেক ও কানের দুল ছিনিয়ে নেওয়া হয়। স্থানীয়রা ও প্রশাসনের সঙ্গে এক জরুরি বৈঠকের পর অভিযুক্তকে খুঁজে বের করে পুলিশে হস্তান্তর করা হয়।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসরুরুল হক জানান, আটককৃত যুবকের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন, এবং তাকে বৃহস্পতিবার আদালতে পাঠানো হবে। আহত শিক্ষিকা বর্তমানে নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন।
এ ঘটনায় শিক্ষক সমাজ দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এমআর/সবা























