লালমনিরহাটে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫। রবিবার (১২ অক্টোবর) সকালে জেলা শহরের কালেক্টরেট কলেজিয়েট স্কুল প্রাঙ্গণে সিভিল সার্জন অফিস, লালমনিরহাটের আয়োজনে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন লালমনিরহাটের জেলা প্রশাসক এইচ. এম. রকিব হায়দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাটের সিভিল সার্জন ডা. মো. আব্দুল হাকিম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. রাজিব আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রাসেল মিয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস, জেলা শিক্ষা অফিসার (অঃদাঃ) রোকসানা পারভীন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মমিনুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষিকা, টিকা প্রদানকারী স্বাস্থ্যকর্মীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের পরপরই ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি বা সমমান পর্যন্ত শিক্ষার্থীদের বিনামূল্যে এক ডোজ করে টাইফয়েড টিকা প্রদান শুরু হয়।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, লালমনিরহাট জেলায় মোট ৪ লাখ ১৯ হাজার ৪৯৫ জন শিশুকে এই টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ইতোমধ্যে ১ লাখ ১২ হাজার ৬৭৫ জন শিশুর রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে, যা মোট লক্ষ্যের প্রায় ২৬ দশমিক ৮৬ শতাংশ।
স্বাস্থ্য বিভাগ জানায়, টাইফয়েড প্রতিরোধে এই টিকা কার্যক্রমটি সরকারের জাতীয় টিকাদান কর্মসূচির (EPI) আওতায় বাস্তবায়িত হচ্ছে। জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান ও ওয়ার্ডভিত্তিক টিকাদান কেন্দ্রে আগামী কয়েক সপ্তাহ ধরে এ কার্যক্রম চলবে।
অধিকারের প্রতি সচেতনতা বাড়াতে ও শিশুদের রোগপ্রতিরোধ ক্ষমতা নিশ্চিত করতে অভিভাবকদের টিকাদান কার্যক্রমে অংশ নিতে আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক এইচ. এম. রকিব হায়দার।
এমআর/সবা






















