ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধানীখোলা ইউনিয়নে বাংলাদেশ আহলে হাদীস তাবলীগে ইসলামের ৪৪তম তিন দিনব্যাপী জাতীয় ইজতেমা আয়োজনকে ঘিরে প্রতিবন্ধকতা ও মাঠ দখলের অভিযোগ উঠেছে স্থানীয় ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফখরুল কবীরের বিরুদ্ধে।
রবিবার বিকেলে ধানীখোলা মিলন সমাজ মাঠে আয়োজিত মানববন্ধনে বক্তারা জানান, ইজতেমার প্রস্তুতির সময় হঠাৎ একদল ব্যক্তি রাজনৈতিক প্রভাব খাটিয়ে মাঠ দখল ও ইজতেমা বন্ধের চেষ্টা চালিয়েছে। আয়োজকরা দাবি করেন, ধর্মীয় কাজে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ কাম্য নয়।
বাংলাদেশ আহলে হাদীস তাবলীগে ইসলামের কোষাধ্যক্ষ আলহাজ নাহিদুজ্জামান বলেন, “আমরা সরকারের অনুমতি নিয়েই ইজতেমা আয়োজন করি। রাজনৈতিক প্রভাব খাটিয়ে ধর্মীয় কার্যক্রমে বাধা দেওয়া গ্রহণযোগ্য নয়। প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন।”
আগামী ১২ নভেম্বর সন্ধ্যায় মিলন সমাজ মাঠে শুরু হবে ইজতেমা, যেখানে দেশ-বিদেশের ইসলামিক স্কলাররা বয়ান দেবেন। আয়োজকরা আশা করছেন, এতে কয়েক লক্ষ ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করবেন।
এমআর/সবা






















