রাজশাহীর পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের কার্তিকপাড়া পোড়াদহ ব্রিজসংলগ্ন পুঠিয়া–তাহেরপুর সড়কে স্কুলছাত্রী অরণী আক্তার আঁখি (১৫) অপহরণের ৬ দিন পার হলেও তাকে উদ্ধার করতে ব্যর্থ হয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঘটনাটি ঘটেছে গত রবিবার (১৯ সেপ্টেম্বর) সকালে। এখনো উদ্ধার না হওয়ায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তারা বলছেন, একজন স্কুলছাত্রীকে অপহরণের পর এতদিনেও উদ্ধার না হওয়া আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশের কার্যকারিতার উপর বড় প্রশ্ন তুলে দিয়েছে।
অপহৃত স্কুলছাত্রী আঁখি কাশিয়াপুকুর গ্রামের ওমান প্রবাসী আলতাব হোসেনের মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকাল ৭টার দিকে প্রাইভেট পড়তে যাওয়ার সময় পুঠিয়া–তাহেরপুর সড়কের পোড়াদহ ব্রিজে পৌঁছালে পূর্ব পরিকল্পনা অনুযায়ী বড়বড়িয়া গ্রামের আব্দুলের ছেলে সেলিম (২৪) এবং তার সহযোগী একই গ্রামের মৃত সোবহানের ছেলে তাইজুল ইসলাম, রেজাউলের ছেলে শুভসহ মোট ৬ জন একটি মাইক্রোবাসযোগে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়।
এ ঘটনায় অপহৃত আঁখির মা শিরিনা বেগম বাদী হয়ে ৬ জনকে আসামি করে পুঠিয়া থানায় মামলা করেন। তবে মামলার ছয় দিন অতিক্রান্ত হলেও এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ, উদ্ধার হয়নি আঁখিও।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শামীম বলেন, “আমরা আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করছি। দ্রুত সময়ের মধ্যে আসামি গ্রেপ্তারসহ স্কুলছাত্রীকে উদ্ধার সম্ভব হবে।”
এদিকে এলাকাবাসীর অভিযোগ, অপহরণের পর ৬ দিন গড়ালেও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাৎপর্যপূর্ণ কোনো পদক্ষেপ নিতে পারেনি। তারা মনে করছেন, এ ধরনের ঘটনায় দ্রুত ব্যবস্থা না নেয়া পুলিশের দুর্বলতা ও অব্যবস্থাপনারই প্রমাণ। এলাকাবাসী অপহৃত আঁখিকে অতি দ্রুত উদ্ধারের পাশাপাশি জড়িতদের গ্রেপ্তার করে কঠোর আইনি ব্যবস্থার আওতায় আনার দাবি জানিয়েছেন।
এমআর/সবা


























