তালেবান সরকারের মধ্যম সারির এক কর্মকর্তার ঢাকা সফর নিয়ে আলোচনা-সমালোচনা চরমে। নিঃশব্দে বাংলাদেশ সফর করছেন আফগানিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফার্স্ট পলিটিক্যাল ডিভিশনের মহাপরিচালক (ডিজি) মোল্লা জাওয়ান্দি। তার পুরো নাম মোল্লা নুর আহমদ নুর। গত সপ্তাহ থেকে রাজধানীর উপকণ্ঠে নাগরিক সমাজের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন তিনি। সেগুনবাগিচার দায়িত্বশীল সূত্র তালেবান সরকারের কর্মকর্তার ঢাকা সফরের বিষয়টি নিশ্চিত করেছে। ওই সফরের প্রস্তুতি বা বাস্তবায়নে বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সরকারের কোনো পর্যায়ে কারও সঙ্গে সাক্ষাতের কোনো সম্ভাবনা নেই বলেও নিশ্চিত করেছে সেগুনবাগিচা।
স্মরণ করা যায়, গেল অক্টোবরে তালেবান সরকারের পররাষ্ট্র মন্ত্রী আমির খান মুত্তাকি ভারত সফর করেন। তার সফর নিয়ে তখন কেবল দিল্লি নয়, গোটা দক্ষিণ এশিয়ায় আলোড়ন তৈরি হয়েছিলো। তালেবান সরকারের এশিয়াবিষয়ক নীতিনির্ধারণে মোল্লা জাওয়ান্দিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি বলে মনে করা হয়। সূত্রের দাবি, বাংলাদেশে ‘বিশেষ সফরে’ তিনি খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ ঢাকার কয়েকজন রাজনীতিক ও শিক্ষাবিদের সঙ্গে বৈঠক করছেন।
এমআর/সবা


























