চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শিল্পপতি সরওয়ার আলমগীর বলেছেন, কিছু মহিলাকে বোরকা পড়িয়ে বাড়ীতে বাড়ীতে পাঠাচ্ছেন একটি দল। জান্নাতের টিকেট বিক্রির নামে ধর্ম ব্যবসা করে মানুষকে বোকা বানাচ্ছেন দলটি। তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে।
গতকাল বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে ফটিকছড়ির সুয়াবিল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের শোভনছড়ি মারমাপাড়া গ্রামে বিএনপির ৩১ দফা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে ফটিকছড়িতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের সাথে নিয়ে উঠান বৈঠকে তিনি এ কথা বলেন।
সরওয়ার আলমগীর বলেন, পাহাড়ি-বাঙালির সম্প্রীতির বীজ রোপন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ভবিষ্যতে এ সম্প্রীতির বন্ধন দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আরো সুদৃঢ় হবে।
মারমাপাড়ার সমাজপতি মংথুই মারমা কার্বাড়ির সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন সুয়াবিল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ বেলাল উদ্দিন মেম্বার।
বিশেষ অতিথির বক্তব্য দেন, নাজিম উদ্দিন শাহীন, এস এম সফিউল আলম, নুরুল ইসলাম, উশেচিং মারমা, মংরুই মারমা ও ম্যাফা মারমা।
বৃহস্পতিবার রাতে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য উথোয়াইং মারমা, চিকে মারমা, সুমা বড়ুয়া, থোয়াইলাপ্রু মারমা ও মোঃ আলম।
উপস্থিত ছিলেন, জিয়াউল হাসনাত ফরহাদ, গাজী আমান উল্লাহ, আমান উল্লাহ, কামরুল অপু, মোজাহারুল ইকবাল লাভলু, মহিন উদ্দিন, তারেকুল ইসলাম, কুদ্দুস, সাইফুল, রাশেদ উল্লাহ, হাসেম, সাখাওয়াত, আলী, বেদার, আরমান, আজিজ, রুবেল, শফি, মুনছুর, সোহেল, হৃদয়, আসিফ, হাসান, জহির, আরিফ, জুনায়েদ, রবিউল, শফি, রানা, সাজ্জাদ প্রমুখ।




















