কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট নয়জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল পাঁচটা পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থীরা হোমনা ও তিতাস উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে প্রার্থিতা দাখিল করেন।
মনোনয়নপত্র জমা দেওয়ায় বিএনপি থেকে কেন্দ্রীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মোহাম্মদ নাজিম উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার মো. আশরাফুল আলম, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের আব্দুস সালাম ও মো. রমিজ উদ্দিন (লন্ডনী) এবং জাতীয় পার্টি থেকে যুগ্ম মহাসচিব মো. আমির হোসেন ভূঁইয়া অংশ নিয়েছেন।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন অধ্যাপক মো. মনোয়ার হোসেন, মো. সাহাবুদ্দিন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক এপিএস ও অবসরপ্রাপ্ত সচিব ইঞ্জিনিয়ার এম এ মতিন খান। নির্বাচনী কার্যক্রমে সকল দলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এদিকে, মনোনয়নপত্র জমা দেয়ার সময় প্রার্থীরা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল নির্বাচনের অঙ্গীকার জানান।
এমআর/সবা










