অক্টোবর মাসব্যাপী ব্রেস্ট ক্যান্সার সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে চট্টগ্রামের তিন শতাধিক নারী পুলিশ সদস্যকে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। শনিবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত অনুষ্ঠানের উদ্বোধন করেন উপ-কমিশনার নিষ্কৃতি চাকমা।
ডা. সায়রা বানু শিউলীর নেতৃত্বে চিকিৎসক দল মহিলা পুলিশ সদস্যদের ব্রেস্ট ক্যান্সারের প্রতিরোধ ও সময়মতো রোগ শনাক্তকরণের উপায় শেখান। চট্টগ্রাম সিটি করপোরেশন, সিএসসিআর হাসপাতাল ও পিজিএস একাডেমিয়ার উদ্যোগে অক্টোবর মাসজুড়ে বিনামূল্যে চিকিৎসা, পরীক্ষায় ৫০ শতাংশ ছাড় এবং ব্রেস্ট সার্জারি সুবিধা প্রদান করা হচ্ছে। প্রতি সপ্তাহে শনিবার, সোমবার ও বুধবার বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত সিএসসিআর হাসপাতালে স্ক্রিনিং ও পরামর্শ সেবা চালু থাকবে।
এমআর/সবা






















