বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে রক্তাক্ত “পল্টন ট্র্যাজেডি দিবস” (২৮ অক্টোবর) স্মরণে নাইক্ষ্যংছড়ি কলেজে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি হাফেজ মো. এরশাদ এবং সঞ্চালনা করেন সেক্রেটারি মো. নুর ছাদেক। প্রধান অতিথি ছিলেন বান্দরবান জেলা শিবিরের অর্থ সম্পাদক মুহাম্মদ মূসা, প্রধান আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রকল্যাণ সম্পাদক নুরুল ইসলাম নূর।
বক্তারা শহীদদের আত্মত্যাগকে আদর্শ ও ন্যায়ের পথে স্থির থাকার প্রেরণা হিসেবে উল্লেখ করেন। অনুষ্ঠান শেষে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এমআর/সবা






















