ফটিকছড়ির সদরে ১৬ মাসের শিশু কন্যাকে হত্যার পর মায়ের আত্মহত্যার ঘটনা ঘটেছে।
(২৯ অক্টোবর)বুধবার ফটিকছড়ি উপজেলার সদরে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের দক্ষিণ পাশে অবস্থিত কামাল ভবনে এ মর্মান্তিক ঘটনা ঘটে। পুলিশ খবর পেয়ে কামাল ভবনের নিচতলার শয়নকক্ষ হতে গৃহবধূ ও তার শিশু কন্যার লাশ উদ্ধার করেছে।
নিহত গৃহবধূর নাম আফরোজা আফরিন (২৬); আনোয়ার হোসেন বিবলু’র স্ত্রী। নিহত শিশুটির নাম আতকিয়া আয়েশা; (১৬) মাস।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (২৯ অক্টোবর) সকালে স্বামীর সঙ্গে অভিমান করে আফরোজা আফরিন তার শিশুকন্যাকে গোসল করানোর কথা বলে শয়নকক্ষের দরজা বন্ধ করে দেয়। দীর্ঘক্ষণ কোনো সাড়া-শব্দ না পেয়ে পরিবারের সদস্যরা দরজা খুলতে চেষ্টা করে; কিন্তু কোন উপায় না দেখে বিষয়টি থানায় জানানো হলে পুলিশ এসে লোহার দরজা ভেঙ্গে মা-মেয়ের মৃতদেহ উদ্ধার করে।
ফটিকছড়ি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- গৃহবধূ আফরোজা আফরিন আত্মহত্যার আগে তার শিশুকন্যাকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করেছেন। পরে তিনি আত্মহত্যা করেছেন। মা-মেয়ের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এমআর/সবা






















