০১:৫০ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

অবৈধ দলিলের রায় স্থগিতের দাবিতে রায়গঞ্জে সংবাদ সম্মেলন

জাল দলিলকে বৈধ দেখিয়ে রায় কার্যকর করার চেষ্টা চলছে— এমন অভিযোগ তুলে রায় স্থগিতের দাবিতে সিরাজগঞ্জের রায়গঞ্জে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে রায়গঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মো. হবিবর রহমান লিখিত বক্তব্য পাঠ করেন।

তিনি অভিযোগ করেন, বাটোয়ারা মোকদ্দমা নং–২৬৫/২০১৮ বর্তমানে সিরাজগঞ্জের যুগ্ম জেলা জজ আদালত–২ এ বিচারাধীন। মামলার প্রতিপক্ষরা একটি জাল দলিলকে বৈধ দেখানোর চেষ্টা করছে, অথচ ওই দলিলের কোনো সরকারি রেকর্ড বা নকল কপি কোথাও নেই। তবুও কিছু অসাধু কর্মকর্তা ও দালালের যোগসাজশে মিথ্যা তথ্য দিয়ে আদালতকে বিভ্রান্ত করার অপচেষ্টা চলছে।

হবিবর রহমান বলেন, “একটি জাল দলিলের ভিত্তিতে রায় দিতে চাওয়া হচ্ছে— এটা অন্যায়ের চূড়ান্ত রূপ। টাকার প্রভাবে সত্যকে গলা টিপে হত্যা করা হচ্ছে।”

তিনি আশঙ্কা প্রকাশ করে জানান, মামলাটির রায় ঘোষণার তারিখ ঘনিয়ে এসেছে এবং “অর্থের বিনিময়ে মিথ্যা দলিলের পক্ষে রায় হতে পারে।”

এ সময় তিনি রায় স্থগিত রেখে বিষয়টি জাতীয় গোয়েন্দা সংস্থা (NSI) কর্তৃক নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানান।

সংবাদ সম্মেলনে তাঁর ভাই মো. সফিজ উদ্দিন শেখসহ অন্যান্য জমির মালিকরা উপস্থিত ছিলেন। তারা বলেন, “আমরা শুধু ন্যায়ের প্রত্যাশা করছি— যেন জালিয়াতি ও দুর্নীতি আইনের ঊর্ধ্বে না থাকে।”

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

অবৈধ দলিলের রায় স্থগিতের দাবিতে রায়গঞ্জে সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৫:০৬:৩০ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫

জাল দলিলকে বৈধ দেখিয়ে রায় কার্যকর করার চেষ্টা চলছে— এমন অভিযোগ তুলে রায় স্থগিতের দাবিতে সিরাজগঞ্জের রায়গঞ্জে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে রায়গঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মো. হবিবর রহমান লিখিত বক্তব্য পাঠ করেন।

তিনি অভিযোগ করেন, বাটোয়ারা মোকদ্দমা নং–২৬৫/২০১৮ বর্তমানে সিরাজগঞ্জের যুগ্ম জেলা জজ আদালত–২ এ বিচারাধীন। মামলার প্রতিপক্ষরা একটি জাল দলিলকে বৈধ দেখানোর চেষ্টা করছে, অথচ ওই দলিলের কোনো সরকারি রেকর্ড বা নকল কপি কোথাও নেই। তবুও কিছু অসাধু কর্মকর্তা ও দালালের যোগসাজশে মিথ্যা তথ্য দিয়ে আদালতকে বিভ্রান্ত করার অপচেষ্টা চলছে।

হবিবর রহমান বলেন, “একটি জাল দলিলের ভিত্তিতে রায় দিতে চাওয়া হচ্ছে— এটা অন্যায়ের চূড়ান্ত রূপ। টাকার প্রভাবে সত্যকে গলা টিপে হত্যা করা হচ্ছে।”

তিনি আশঙ্কা প্রকাশ করে জানান, মামলাটির রায় ঘোষণার তারিখ ঘনিয়ে এসেছে এবং “অর্থের বিনিময়ে মিথ্যা দলিলের পক্ষে রায় হতে পারে।”

এ সময় তিনি রায় স্থগিত রেখে বিষয়টি জাতীয় গোয়েন্দা সংস্থা (NSI) কর্তৃক নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানান।

সংবাদ সম্মেলনে তাঁর ভাই মো. সফিজ উদ্দিন শেখসহ অন্যান্য জমির মালিকরা উপস্থিত ছিলেন। তারা বলেন, “আমরা শুধু ন্যায়ের প্রত্যাশা করছি— যেন জালিয়াতি ও দুর্নীতি আইনের ঊর্ধ্বে না থাকে।”

এমআর/সবা