১০:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সীমান্তে ১৫ বিজিবির বিশেষ অভিযান: ভারতীয় কম্বল ও মাদক উদ্ধার

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) সীমান্তে বিশেষ অভিযানে ভারতীয় কম্বল, ফেন্সিডিল ও গাঁজা জব্দ করেছে। মঙ্গলবার (৪ নভেম্বর) ব্যাটালিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, চলমান চোরাচালান ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তিনটি পৃথক স্থানে অভিযান পরিচালনা করা হয়।

রাত ১২:১০ মিনিটে অনন্তপুর বিওপি’র আওতাধীন কুড়িগ্রামের ফুলবাড়ী থানার পশ্চিম অনন্তপুর এলাকায় ১৭টি ভারতীয় কম্বল জব্দ করা হয়।

রাত ১২:৩০ মিনিটে গোড়কমন্ডল বিওপি’র নামাটারি এলাকায় ৪.৭ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।

রাত ২:৩০ মিনিটে বুড়িরহাট বিওপি’র টহলে ৫০ বোতল ফেন্সিডিল বাজেয়াপ্ত করা হয়।

উদ্ধারকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৪৬ হাজার ৯৫০ টাকা।

লালমনিরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, “দেশের যুব সমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত। সীমান্তের স্পর্শকাতর এলাকায় টহল ও গোয়েন্দা তৎপরতা আরও বাড়ানো হয়েছে।”

তিনি স্থানীয় জনগণকে মাদকবিরোধী কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানান এবং গোপন তথ্যদাতাদের পরিচয় গোপন রাখার নিশ্চয়তা দেন।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

কাবা শরীফ চত্বরে লাফিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা এক ব্যক্তির

সীমান্তে ১৫ বিজিবির বিশেষ অভিযান: ভারতীয় কম্বল ও মাদক উদ্ধার

আপডেট সময় : ০৫:৫৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) সীমান্তে বিশেষ অভিযানে ভারতীয় কম্বল, ফেন্সিডিল ও গাঁজা জব্দ করেছে। মঙ্গলবার (৪ নভেম্বর) ব্যাটালিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, চলমান চোরাচালান ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তিনটি পৃথক স্থানে অভিযান পরিচালনা করা হয়।

রাত ১২:১০ মিনিটে অনন্তপুর বিওপি’র আওতাধীন কুড়িগ্রামের ফুলবাড়ী থানার পশ্চিম অনন্তপুর এলাকায় ১৭টি ভারতীয় কম্বল জব্দ করা হয়।

রাত ১২:৩০ মিনিটে গোড়কমন্ডল বিওপি’র নামাটারি এলাকায় ৪.৭ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।

রাত ২:৩০ মিনিটে বুড়িরহাট বিওপি’র টহলে ৫০ বোতল ফেন্সিডিল বাজেয়াপ্ত করা হয়।

উদ্ধারকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৪৬ হাজার ৯৫০ টাকা।

লালমনিরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, “দেশের যুব সমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত। সীমান্তের স্পর্শকাতর এলাকায় টহল ও গোয়েন্দা তৎপরতা আরও বাড়ানো হয়েছে।”

তিনি স্থানীয় জনগণকে মাদকবিরোধী কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানান এবং গোপন তথ্যদাতাদের পরিচয় গোপন রাখার নিশ্চয়তা দেন।

এমআর/সবা