০৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ফেনীতে দুই সহোদরকে পুড়িয়ে হত্যা মামলার মূল আসামি গ্রেফতার

ফেনী সদরের বিরিঞ্চি এলাকায় ঘরে আগুন দিয়ে দুই সহোদরকে পুড়িয়ে মারার চাঞ্চল্যকর ঘটনায় মূল আসামি কামাল হোসেন জনিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সম্পত্তি সংক্রান্ত বিরোধ ও পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। ৪ নভেম্বর চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানার মাদারবাড়ি এলাকায় টানা তিন দিন অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এঘটায় পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান প্রেস কনফারেন্স করে ঘটনার বিস্তারিত জানান।

জানাযায়, গত ৫ অক্টোবর, ২০২৩ তারিখে বিরিঞ্চি এলাকার বাসিন্দা সহিদুল ইসলামের বসতঘরে রাতের আঁধারে আগুন লাগিয়ে দেওয়া হয়। এতে ঘুমন্ত অবস্থায় পুড়ে মারা যায় তাঁর দুই শিশুপুত্র মাহিদুল ইসলাম শাহাদাত (১৩) ও তানজিদুল ইসলাম গোলাপ (৬)।

এ ঘটনায় নিহত শিশুদের বাবা সহিদুল ইসলাম বাদী হয়ে ১৩ জনকে আসামি করে ফেনী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর কয়েকজন আসামিকে গ্রেপ্তার করা হলেও মূল হোতা কামাল হোসেন জনি পলাতক ছিলেন।

পুলিশ জানায়, ঘটনার পর জনি প্রথমে ছাগলনাইয়া এবং পরে ‘কাসিম’ ছদ্মনামে চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, হবিগঞ্জ ও কিশোরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। গ্রেপ্তার এড়াতে তিনি নিজের নামে কোনো মোবাইল সিম ব্যবহার করতেন না এবং অন্যের ফোনের মাধ্যমে পরোক্ষভাবে পরিবারের সঙ্গে যোগাযোগ রাখতেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জনি হত্যাকাণ্ডের বিষয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। তিনি স্বীকার করেছেন, ঘটনার রাতে তিনি নিজে উপস্থিত ছিলেন এবং তাঁর তিন সহযোগী সরাসরি ঘরে আগুন দেয়। হত্যাকাণ্ডের ৩-৪ দিন আগে তারা একটি বাগানে বসে এর পরিকল্পনা করেছিল। জনির দেওয়া তথ্যের ভিত্তিতে এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও জড়িত অন্যদের শনাক্ত করা সম্ভব হয়েছে।

পুলিশ তদন্তের স্বার্থে অন্য আসামিদের নাম আপাতত প্রকাশ করেনি। মামলার তদন্ত অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

ফেনীতে দুই সহোদরকে পুড়িয়ে হত্যা মামলার মূল আসামি গ্রেফতার

আপডেট সময় : ০৬:৩৯:৪৫ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫

ফেনী সদরের বিরিঞ্চি এলাকায় ঘরে আগুন দিয়ে দুই সহোদরকে পুড়িয়ে মারার চাঞ্চল্যকর ঘটনায় মূল আসামি কামাল হোসেন জনিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সম্পত্তি সংক্রান্ত বিরোধ ও পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। ৪ নভেম্বর চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানার মাদারবাড়ি এলাকায় টানা তিন দিন অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এঘটায় পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান প্রেস কনফারেন্স করে ঘটনার বিস্তারিত জানান।

জানাযায়, গত ৫ অক্টোবর, ২০২৩ তারিখে বিরিঞ্চি এলাকার বাসিন্দা সহিদুল ইসলামের বসতঘরে রাতের আঁধারে আগুন লাগিয়ে দেওয়া হয়। এতে ঘুমন্ত অবস্থায় পুড়ে মারা যায় তাঁর দুই শিশুপুত্র মাহিদুল ইসলাম শাহাদাত (১৩) ও তানজিদুল ইসলাম গোলাপ (৬)।

এ ঘটনায় নিহত শিশুদের বাবা সহিদুল ইসলাম বাদী হয়ে ১৩ জনকে আসামি করে ফেনী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর কয়েকজন আসামিকে গ্রেপ্তার করা হলেও মূল হোতা কামাল হোসেন জনি পলাতক ছিলেন।

পুলিশ জানায়, ঘটনার পর জনি প্রথমে ছাগলনাইয়া এবং পরে ‘কাসিম’ ছদ্মনামে চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, হবিগঞ্জ ও কিশোরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। গ্রেপ্তার এড়াতে তিনি নিজের নামে কোনো মোবাইল সিম ব্যবহার করতেন না এবং অন্যের ফোনের মাধ্যমে পরোক্ষভাবে পরিবারের সঙ্গে যোগাযোগ রাখতেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জনি হত্যাকাণ্ডের বিষয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। তিনি স্বীকার করেছেন, ঘটনার রাতে তিনি নিজে উপস্থিত ছিলেন এবং তাঁর তিন সহযোগী সরাসরি ঘরে আগুন দেয়। হত্যাকাণ্ডের ৩-৪ দিন আগে তারা একটি বাগানে বসে এর পরিকল্পনা করেছিল। জনির দেওয়া তথ্যের ভিত্তিতে এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও জড়িত অন্যদের শনাক্ত করা সম্ভব হয়েছে।

পুলিশ তদন্তের স্বার্থে অন্য আসামিদের নাম আপাতত প্রকাশ করেনি। মামলার তদন্ত অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।

এমআর/সবা