রংপুর বিভাগে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার সংখ্যা বেড়েছে ৭ লক্ষ ৭ হাজার ৩৫৮ জন। এতে রংপুর বিভাগের আট জেলায় মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৪০ লক্ষ ৬ হাজার ৮০৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬৯ লক্ষ ৮৫ হাজার ৭১২ জন ও নারী ভোটার ৭০ লক্ষ ২০ হাজার ৯৬৫ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার আগের তুলনায় বেড়ে ১৩২ জনে পৌঁছেছে।
রংপুর আঞ্চলিক নির্বাচন অফিস সূত্রে জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর বিভাগের আট জেলায় মোট ভোটার ছিল ১ কোটি ৩২ লক্ষ ৯৯ হাজার ৪৫১ জন। এবার নতুনভাবে তালিকাভুক্ত ভোটারসহ সংখ্যা বৃদ্ধি পেয়েছে। রংপুর জেলায় সবচেয়ে বেশি ভোটার বেড়েছে এক লক্ষ ৬৬ হাজার ৬৯৭ জন।
ভোটার বৃদ্ধি ছাড়াও ভোটকেন্দ্র ও ভোটকক্ষের সংখ্যা বাড়ানো হয়েছে। গত নির্বাচনে বিভাগজুড়ে ৪ হাজার ৬৬৮টি কেন্দ্র ছিল, এবার নতুন ৮৪টি কেন্দ্র যুক্ত হয়ে মোট কেন্দ্রের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৭৫২টি।
জেলাভিত্তিক ভোটার সংখ্যা অনুযায়ী, পঞ্চগড় (২ আসন) ৮ লক্ষ ৭১ হাজার ৫২৫, ঠাকুরগাঁও (৩ আসন) ১২ লক্ষ ১ হাজার ৪৭৩, দিনাজপুর (৬ আসন) ২৬ লক্ষ ৪৬ হাজার ৯৮২, নীলফামারী (৪ আসন) ১৫ লক্ষ ৭৩ হাজার ৩৬, লালমনিরহাট (৩ আসন) ১১ লক্ষ ২৮ হাজার ৫৫০, রংপুর (৬ আসন) ২৫ লক্ষ ৭৩ হাজার ৭৪, কুড়িগ্রাম (৪ আসন) ১৮ লক্ষ ৭৬ হাজার ৫৫৫ ও গাইবান্ধা (৫ আসন) ২১ লক্ষ ৩৫ হাজার ৫৮৭।
রংপুর জেলা নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, “নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ভোটার সংখ্যা বৃদ্ধি হওয়ায় ভোট কেন্দ্র ও ভোটকক্ষ সমন্বয় করা হয়েছে। কমিশনের তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
শু/সবা




















