০৬:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বড় দিনে বর্ণিল সাজে সেজেছে সাঁওতাল পল্লী

বড়দিন উপলক্ষ্যে গাইবান্ধা ও দিনাজপুরসহ উত্তরাঞ্চলের সাঁওতাল পল্লীগুলো বর্ণিল সাজে সেজেছে। ঐতিহ্যবাহী গোশালা, রঙিন ক্রিসমাস ট্রি ও তারার আলোয় আলোকিত করা হয়েছে ঘরবাড়ি ও গির্জা। সাঁওতাল পল্লীগুলোতে উৎসবের প্রস্তুতি ও আনন্দ ছিল চোখে পড়ার মতো, যা সাজসজ্জা ও প্রার্থনার মধ্য দিয়ে পালিত হচ্ছে। বর্ণিল সাজে সেজেছে গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাঁওতাল পল্লী ও দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার সাঁওতাল পল্লী। ফুলবাড়ী উপজেলার সূর্যপাড়া, পারইল, বাসুদেবপুর, নথন, সিরামপুরে নানা রকমের ফুল, বেলুন, নকশা করা কাগজ, জরি ও রং দিয়ে সাজিয়েছেন গির্জা ও বাড়িঘর। জানা যায়, ফুলবাড়ী উপজেলায় সাঁওতাল অধ্যুষিতপাড়া রয়েছে ৭২টি। সেখানকার ৬৩টি গির্জায় জাঁকজমকভাবে বড়দিন উদযাপনে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। এ উপলক্ষ্যে বর্ণিল সাজে সাজছে সব গির্জা। তাদের বিশ্বাস, যিশুর জন্ম হয়েছিল গোয়ালঘরে বা গোশালায়। সেই স্মৃতিকে স্মরণ করে বড়দিন উপলক্ষ্যে গির্জাগুলোতে তৈরি করা হয়েছে প্রতীকী গোয়ালঘর। সূর্যপাড়া গ্রামের লুচিয়া কিসকু বলেন, সরই হেতু ওড়া
সাজাও। সিকাতে রংইং ক্রিয়া পাইসা বানু তিয়া। ইতি কিনা মার্ডি বলেন, আমাদের উৎসবের দিনটিকে ঘিরে থাকে নানা ধরনের স্বপ্ন। এ দিনের জন্য বছরজুড়ে অপেক্ষা করি।

জনপ্রিয় সংবাদ

সব রেকর্ড ভেঙে স্বর্ণের দামে নতুন ইতিহাস, ভরি ছাড়াল দুই লাখ ২৭ হাজার

বড় দিনে বর্ণিল সাজে সেজেছে সাঁওতাল পল্লী

আপডেট সময় : ০৫:১৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫

বড়দিন উপলক্ষ্যে গাইবান্ধা ও দিনাজপুরসহ উত্তরাঞ্চলের সাঁওতাল পল্লীগুলো বর্ণিল সাজে সেজেছে। ঐতিহ্যবাহী গোশালা, রঙিন ক্রিসমাস ট্রি ও তারার আলোয় আলোকিত করা হয়েছে ঘরবাড়ি ও গির্জা। সাঁওতাল পল্লীগুলোতে উৎসবের প্রস্তুতি ও আনন্দ ছিল চোখে পড়ার মতো, যা সাজসজ্জা ও প্রার্থনার মধ্য দিয়ে পালিত হচ্ছে। বর্ণিল সাজে সেজেছে গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাঁওতাল পল্লী ও দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার সাঁওতাল পল্লী। ফুলবাড়ী উপজেলার সূর্যপাড়া, পারইল, বাসুদেবপুর, নথন, সিরামপুরে নানা রকমের ফুল, বেলুন, নকশা করা কাগজ, জরি ও রং দিয়ে সাজিয়েছেন গির্জা ও বাড়িঘর। জানা যায়, ফুলবাড়ী উপজেলায় সাঁওতাল অধ্যুষিতপাড়া রয়েছে ৭২টি। সেখানকার ৬৩টি গির্জায় জাঁকজমকভাবে বড়দিন উদযাপনে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। এ উপলক্ষ্যে বর্ণিল সাজে সাজছে সব গির্জা। তাদের বিশ্বাস, যিশুর জন্ম হয়েছিল গোয়ালঘরে বা গোশালায়। সেই স্মৃতিকে স্মরণ করে বড়দিন উপলক্ষ্যে গির্জাগুলোতে তৈরি করা হয়েছে প্রতীকী গোয়ালঘর। সূর্যপাড়া গ্রামের লুচিয়া কিসকু বলেন, সরই হেতু ওড়া
সাজাও। সিকাতে রংইং ক্রিয়া পাইসা বানু তিয়া। ইতি কিনা মার্ডি বলেন, আমাদের উৎসবের দিনটিকে ঘিরে থাকে নানা ধরনের স্বপ্ন। এ দিনের জন্য বছরজুড়ে অপেক্ষা করি।