চট্টগ্রামের মিরসরাইয়ে সামাজিক সংগঠন প্রজন্ম মিরসরাই আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) সকাল ও বিকালে দুই শিফটে উপজেলার চারটি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী এবারের পরীক্ষায় অংশ নেয়।
পরীক্ষার আহ্বায়ক ছিলেন প্রজন্ম মিরসরাইয়ের ভারপ্রাপ্ত সভাপতি মো. রহিম উদ্দিন এবং সদস্য সচিব ছিলেন সাধারণ সম্পাদক শাহেদ নুর। পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন গোলাম রব্বানী ও প্রধান পরীক্ষক ছিলেন সাঈদ হাসান অভি।
পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কেন্দ্রগুলো পরিদর্শন করেন মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন, প্রজন্ম মিরসরাইয়ের উপদেষ্টা অ্যাডভোকেট সাইফুর রহমান, রাজনীতিবিদ গাজী নিজাম উদ্দিন, দিদারুল আলম মিয়াজী, মিরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দিন, অ্যাডভোকেট নুরুল করিম ইরফান, কামরুল হাসান এফসিএ, জোরারগঞ্জ থানার ওসি এম. আব্দুল হালিম, মিরসরাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিনসহ স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতারা।
এসময় উপস্থিত ছিলেন প্রজন্ম মিরসরাইয়ের নির্বাহী পরিচালক সরওয়ার নিজামী, পরিচালক নুরুচ্ছালাম ভুঁইয়া ফোরকান, জোবায়ের আলম ইমন, প্রকৌশলী ওমর ফারুক, নাজিম উদ্দিনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
প্রকৌশলী ওমর ফারুক বলেন, “মেধাবৃত্তি পরীক্ষা শুধু পরীক্ষা নয়, এটি শিক্ষার্থীদের যোগ্যতা যাচাই ও সৃজনশীল চিন্তা বৃদ্ধির একটি ধারাবাহিক প্রয়াস।” তিনি জানান, পরীক্ষার ফলাফল খুব শিগগিরই প্রকাশ করা হবে।
এমআর/সবা























