রাঙামাটির রাজস্থলী উপজেলার তাইতং পাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে ত্রিপক্ষীয় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৯ নভেম্বর) সকাল ১১টায় বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদউল্লাহ।
সভায় প্রধান অতিথি ছিলেন রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক আজগর আলী খান। তিনি বলেন, “সততা, নীতি-নৈতিকতা, দেশপ্রেম এবং আদর্শ চরিত্রবান মানুষ হওয়ার মূল ভিত্তি হলো সুশিক্ষা। গুণগত শিক্ষা নিশ্চিত না হলে প্রকৃত অর্থে শিক্ষার আলো সমাজে ছড়িয়ে দেওয়া সম্ভব নয়।”
তিনি আরও বলেন, “মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠা করতে হলে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা সবচেয়ে জরুরি। শিক্ষার মানোন্নয়নে সবাইকে আন্তরিকভাবে এগিয়ে আসতে হবে।”
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিভাবক প্রতিনিধি মিঠুল কান্তি দে, শিক্ষক জাহিদুল আলম জাহিদ, হ্লাচিংমং মারমাসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, পাঠে আগ্রহ, শৃঙ্খলা ও চারিত্রিক উন্নয়ন নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। তারা বলেন, অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণ শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভা শেষে শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক মনোভাব, সুশৃঙ্খল আচরণ ও নৈতিকতার চর্চাকে বিদ্যালয়ের সংস্কৃতির অংশ হিসেবে গড়ে তোলার আহ্বান জানানো হয়।
এমআর/সবা






















