লালমনিরহাটে তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু’র রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) বিকেল ৪টায় লালমনিরহাটের মিশন মোড় এলাকার হামার বাড়িতে জেলা বিএনপি ও অঙ্গ–সহযোগী সংগঠনের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এর আগে শুক্রবার (১৪ নভেম্বর) সকালে ঢাকাস্থ সংসদ ভবনের দক্ষিণ পার্শ্বে মানিক মিয়া অ্যাভিনিউতে লালমনিরহাট জেলা সমিতি ঢাকা আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণকালে অধ্যক্ষ দুলু হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। মানববন্ধনে তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায় এবং তিস্তা মেগা প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয়।
অসুস্থ অবস্থায় প্রথমে তাঁকে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর অসুস্থতার খবর লালমনিরহাটে পৌঁছালে বিভিন্ন ইউনিয়নের মসজিদে তাঁর রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
এদিকে শনিবারের আয়োজিত দোয়া মাহফিলে জেলা বিএনপি ও অঙ্গ–সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন এবং অধ্যক্ষ দুলুর দ্রুত সুস্থতা কামনা করেন।
এমআর/সবা

























