যশোরের কেশবপুরে ভাতিজা ওহেদুজ্জামানের বিরুদ্ধে জমি দখল ও মারপিটের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন চাচা আবুবক্কার সিদ্দিক। সোমবার বিকেলে কেশবপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে জানান, তার মৃত বড় ভাই এরকান সরদারের ছেলে ওহেদুজ্জামান একজন ভয়ঙ্কর সন্ত্রাসী, দাঙ্গাবাজ ও মামলাবাজ প্রকৃতির ব্যক্তি।
আবুবক্কার সিদ্দিক বলেন, ২৫ অক্টোবর তার নিজ দখলীয় ৫ শতক জমি ওহেদুজ্জামান জবর দখল করে এবং জমিতে থাকা বিভিন্ন গাছ কেটে নেয়, ফলে তিনি মোটা অংকের ক্ষতির সম্মুখীন হন। প্রতিবাদ করলে ভাতিজা দা হাতে ধরে তাকে হত্যার উদ্দেশ্যে ধাওয়া করে, ফলে তিনি ঘটনাস্থল ত্যাগ করেন। ২৬ অক্টোবর সহকারী পুলিশ সুপার মণিরামপুর বরাবর তিনি লিখিত অভিযোগ দায়ের করেন।
তিনি আরও অভিযোগ করেন, ভাতিজা বিভিন্ন সময়ে তার ও পরিবারের সদস্যদের নিরাপত্তা বিঘ্নিত করছে। সম্প্রতি ১ ডিসেম্বর ২০২৫ তারিখে বাড়ির সামনে পাকা রাস্তার উপর দাঁড়িয়ে হত্যাসহ ভবন ক্ষতিসাধন ও বিভিন্ন হুমকী প্রদান করেছে। এছাড়া তার মেঝ চাচাকে মারপিট করে গুরুতর জখম করেছে। একই সাথে প্রতিবেশী খোকন, কামরুল এবং বিধবা আমেনা ও শিরিনকেও মারপিট করে আহত করেছে।
আবুবক্কার সিদ্দিক জানান, ওহেদুজ্জামান পেশায় একজন ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক হলেও এই পেশার আড়ালে বিভিন্ন অপকর্ম করে থাকে। সম্প্রতি সে আরও বেপরোয়া হয়ে উঠেছে, যার ভয়ে কেউ অভিযোগ করতে সাহস পাচ্ছে না। তিনি প্রশাসনের কাছে এই ঘটনার তদন্ত ও অপরাধীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে, সংবাদমাধ্যমের মাধ্যমে বিষয়টি প্রকাশের অনুরোধ করেন।
এ বিষয়ে অভিযুক্ত ওহেদুজ্জামানের সঙ্গে ফোনে যোগাযোগ করে তাকে পাওয়া যায় বিধায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এমআর/সবা























