০৬:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

পাঁচবিবিতে জোরপূর্বক জমি দখল–পুলিশের হস্তক্ষেপে কাজ বন্ধ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় জোরপূর্বক জমি দখল ও বেড়া নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের পর জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উভয় পরিবারের মধ্যে সমাধানের পথ তৈরি করে দেয়। ঘটনাটি ঘটেছে সোমবার বাগজানা ইউনিয়নের ঘোড়াপা গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, আবুল খায়েরের ছেলে আবু ইউসুফের সঙ্গে মৃত মিজানুরের সন্তান সামছুল আলম, বেলায়েত হোসেন, নাসিমা বেগম এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জের রফিকুল ও মনোয়ারা বেগমের মধ্যে ৫৬ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর জের ধরে গত ১৯ নভেম্বর প্রতিপক্ষরা জমি দখলের চেষ্টা করে এবং জমির পাঁচটি গাছ কেটে প্রায় ৪ লাখ টাকার ক্ষতি করে। বাধা দিতে গেলে মারধরের ঘটনাও ঘটে—যা নিয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়।

সোমবার আবারো দলবদ্ধ হয়ে জমি দখল ও বেড়া দেওয়ার চেষ্টা করলে স্থানীয়রা ৯৯৯-এ ফোন দেয়। পুলিশ এসে নির্মাণ কাজ বন্ধ করে দেয়। প্রতিপক্ষ সামছুল আলম দাবি করেন, “এ জমি আমাদের পৈত্রিক সম্পত্তি। এতদিন তারা ভোগদখল করেছে—এবার আমরা ঘিরে নিচ্ছি।”

পাঁচবিবি থানার এসআই আবদুল্লাহ আল মাসুম জানান, “ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করেছি। উভয় পক্ষকে কাগজপত্রসহ থানায় আসতে বলা হয়েছে। সঠিক কাগজপত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

পাঁচবিবিতে জোরপূর্বক জমি দখল–পুলিশের হস্তক্ষেপে কাজ বন্ধ

আপডেট সময় : ০৬:৫১:২০ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় জোরপূর্বক জমি দখল ও বেড়া নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের পর জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উভয় পরিবারের মধ্যে সমাধানের পথ তৈরি করে দেয়। ঘটনাটি ঘটেছে সোমবার বাগজানা ইউনিয়নের ঘোড়াপা গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, আবুল খায়েরের ছেলে আবু ইউসুফের সঙ্গে মৃত মিজানুরের সন্তান সামছুল আলম, বেলায়েত হোসেন, নাসিমা বেগম এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জের রফিকুল ও মনোয়ারা বেগমের মধ্যে ৫৬ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর জের ধরে গত ১৯ নভেম্বর প্রতিপক্ষরা জমি দখলের চেষ্টা করে এবং জমির পাঁচটি গাছ কেটে প্রায় ৪ লাখ টাকার ক্ষতি করে। বাধা দিতে গেলে মারধরের ঘটনাও ঘটে—যা নিয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়।

সোমবার আবারো দলবদ্ধ হয়ে জমি দখল ও বেড়া দেওয়ার চেষ্টা করলে স্থানীয়রা ৯৯৯-এ ফোন দেয়। পুলিশ এসে নির্মাণ কাজ বন্ধ করে দেয়। প্রতিপক্ষ সামছুল আলম দাবি করেন, “এ জমি আমাদের পৈত্রিক সম্পত্তি। এতদিন তারা ভোগদখল করেছে—এবার আমরা ঘিরে নিচ্ছি।”

পাঁচবিবি থানার এসআই আবদুল্লাহ আল মাসুম জানান, “ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করেছি। উভয় পক্ষকে কাগজপত্রসহ থানায় আসতে বলা হয়েছে। সঠিক কাগজপত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

এমআর/সবা