১১:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

হাইকোর্ট খারিজ করল নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট হাইকোর্ট ‘উত্থাপিত হয়নি’ বলে খারিজ করেছে।

সোমবার বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি রাজিউদ্দিন আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ইয়ারুল ইসলাম। তিনি জানান, আদালত বিবেচনা করেছে যে নির্বাচনের পরিবেশ ইতোমধ্যেই তৈরি হয়েছে, তাই এ পর্যায়ে রিটের শুনানি করা ঠিক হবে না।

রিটটি বাংলাদেশ কংগ্রেসের পক্ষে গত ৩ ডিসেম্বর দায়ের করা হয়। রিটে প্রধান নির্বাচন কমিশনারকে বিবাদী করা হয় এবং জাতীয় নির্বাচনে জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের পরিবর্তে জেলা প্রশাসক ও ইউএনওদের রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি নিয়েও আদালতের নির্দেশ চাওয়া হয়।

আদালত খারিজের পর, ইতোমধ্যেই অন্তর্বর্তীকালীন সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত করার ঘোষণা দিয়েছে। নির্বাচনের তফসিল ঘোষণা করার প্রস্তুতি চলমান।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

হাইকোর্ট খারিজ করল নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট

আপডেট সময় : ০৭:৩০:০৭ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট হাইকোর্ট ‘উত্থাপিত হয়নি’ বলে খারিজ করেছে।

সোমবার বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি রাজিউদ্দিন আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ইয়ারুল ইসলাম। তিনি জানান, আদালত বিবেচনা করেছে যে নির্বাচনের পরিবেশ ইতোমধ্যেই তৈরি হয়েছে, তাই এ পর্যায়ে রিটের শুনানি করা ঠিক হবে না।

রিটটি বাংলাদেশ কংগ্রেসের পক্ষে গত ৩ ডিসেম্বর দায়ের করা হয়। রিটে প্রধান নির্বাচন কমিশনারকে বিবাদী করা হয় এবং জাতীয় নির্বাচনে জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের পরিবর্তে জেলা প্রশাসক ও ইউএনওদের রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি নিয়েও আদালতের নির্দেশ চাওয়া হয়।

আদালত খারিজের পর, ইতোমধ্যেই অন্তর্বর্তীকালীন সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত করার ঘোষণা দিয়েছে। নির্বাচনের তফসিল ঘোষণা করার প্রস্তুতি চলমান।

এমআর/সবা