লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সেলিম মিয়ার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।
বুধবার (২৪ ডিসেম্বর) গভীর রাতে সেলিম মিয়ার বাড়িতে প্রবেশ করে সংঘবদ্ধ একদল দুর্বৃত্ত। এ সময় বাড়ির নৈশপ্রহরী বাধা দিতে গেলে তাকে মুখ চেপে ধরে হাত-পা দড়ি দিয়ে বেঁধে একটি ঘরের কোণে ফেলে রাখা হয়। পরে গোয়ালঘরের তালা ভেঙে দুটি উচ্চজাতের ও মূল্যবান গরু ট্রাকে তুলে নিয়ে যায় ডাকাতরা।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় সেলিম মিয়া ব্যক্তিগত কাজে বাড়ির বাইরে ছিলেন। সকালে নৈশপ্রহরীর চিৎকার শুনে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে। এরপর চুরির বিষয়টি জানাজানি হয়।
ভুক্তভোগী পরিবারের দাবি, চুরি হওয়া গরু দুটির বাজারমূল্য কয়েক লাখ টাকা। এ ঘটনায় হাতীবান্ধা থানায় মৌখিক অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে।
এমআর/সবা
























