০২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মধুসূদন সনেট সম্মাননা পাচ্ছেন তিনি, থাকছেন কর্মশালায়

যশোরে আসছেন মার্কিন প্রবাসী কবি-সম্পাদক সালেম সুলেরী

আগামী ১২ ডিসেম্বর শুক্রবার যশোরে আসছেন মার্কিন প্রবাসী কবি, সাংবাদিক ও সম্পাদক সালেম সুলেরী। আশির দশকের জনপ্রিয় এই কবি বর্তমানে নিউইয়র্কে বসবাস করছেন এবং ‘ঠিকানা মিডিয়া’র বিশেষ সংবাদদাতা হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি সংবাদ সংস্থা ‘নিউজব্যাংক’ ও ‘প্রবাসকণ্ঠে’র প্রধান সম্পাদক এবং ‘তিনবাংলা’ আন্তর্জাতিক সংগঠনের গ্লোবাল সভাপতি।

এবার তিনি পাচ্ছেন ‘মাইকেল মধুসূদন দত্ত সনেট সম্মাননা’। একই অনুষ্ঠানে সনেটিয়ার ফেরদৌস সালাম ও জামশেদ ওয়াজেদকেও সম্মাননা দেওয়া হবে। ‘বাংলাদেশ রাইটার্স ইউনিয়ন সম্মাননা’র প্রবর্তক হিসেবেও পরিচিত কবি সুলেরী। এ উপলক্ষে ‘অমরাবতী সাহিত্য পত্রিকা’ প্রকাশ করছে মধুসূদন বিশেষ সংখ্যা।

 

১২ ডিসেম্বর শুক্রবার বিকেল চারটায় মধুসূদনের পৈতৃকভূমি সাগরদাঁড়ির কপোতাক্ষ তীরে অনুষ্ঠিত হবে সম্মাননা প্রদান এবং প্রকাশনা অনুষ্ঠান। এতে জাতীয় ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লেখক, সাংবাদিক ও সংস্কৃতিসেবীরা যোগ দেবেন।

এর আগে বিকেল তিনটায় হবে সাহিত্য–সাংবাদিকতার মিনি কর্মশালা, যেখানে বিশ্বমানের গদ্য–পদ্য রচনার কৌশল, সিঙ্গেল ডিজিট বাক্যগঠন, ফাইভ–ডব্লিউ–এইচ ও সিঁড়িবৈশিষ্ট্য আলোচিত হবে। প্রধান মডারেটর থাকবেন কবি-সম্পাদক সালেম সুলেরী। কর্মশালা সমন্বয় করছে স্থানীয় সাংবাদিকরা এবং ‘দ্যোতনা সাহিত্য গোষ্ঠী’। পরিচালনায় থাকবেন ‘অমরাবতী’ সম্পাদক মতিন বাঙালি ও লেখক-অধ্যক্ষ ড. শাহনাজ পারভিন।

যোগাযোগ (হোয়াটসঅ্যাপ): 0181-2236-930 / 0172-8431-884 / 0191-3810-748

এ ছাড়া ১৩ ডিসেম্বর সকালে যশোর প্রেসক্লাবে মতবিনিময় করবেন সালেম সুলেরী।

জনপ্রিয় সংবাদ

মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষে ৮ জন নিহত

মধুসূদন সনেট সম্মাননা পাচ্ছেন তিনি, থাকছেন কর্মশালায়

যশোরে আসছেন মার্কিন প্রবাসী কবি-সম্পাদক সালেম সুলেরী

আপডেট সময় : ০১:২৯:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫

আগামী ১২ ডিসেম্বর শুক্রবার যশোরে আসছেন মার্কিন প্রবাসী কবি, সাংবাদিক ও সম্পাদক সালেম সুলেরী। আশির দশকের জনপ্রিয় এই কবি বর্তমানে নিউইয়র্কে বসবাস করছেন এবং ‘ঠিকানা মিডিয়া’র বিশেষ সংবাদদাতা হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি সংবাদ সংস্থা ‘নিউজব্যাংক’ ও ‘প্রবাসকণ্ঠে’র প্রধান সম্পাদক এবং ‘তিনবাংলা’ আন্তর্জাতিক সংগঠনের গ্লোবাল সভাপতি।

এবার তিনি পাচ্ছেন ‘মাইকেল মধুসূদন দত্ত সনেট সম্মাননা’। একই অনুষ্ঠানে সনেটিয়ার ফেরদৌস সালাম ও জামশেদ ওয়াজেদকেও সম্মাননা দেওয়া হবে। ‘বাংলাদেশ রাইটার্স ইউনিয়ন সম্মাননা’র প্রবর্তক হিসেবেও পরিচিত কবি সুলেরী। এ উপলক্ষে ‘অমরাবতী সাহিত্য পত্রিকা’ প্রকাশ করছে মধুসূদন বিশেষ সংখ্যা।

 

১২ ডিসেম্বর শুক্রবার বিকেল চারটায় মধুসূদনের পৈতৃকভূমি সাগরদাঁড়ির কপোতাক্ষ তীরে অনুষ্ঠিত হবে সম্মাননা প্রদান এবং প্রকাশনা অনুষ্ঠান। এতে জাতীয় ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লেখক, সাংবাদিক ও সংস্কৃতিসেবীরা যোগ দেবেন।

এর আগে বিকেল তিনটায় হবে সাহিত্য–সাংবাদিকতার মিনি কর্মশালা, যেখানে বিশ্বমানের গদ্য–পদ্য রচনার কৌশল, সিঙ্গেল ডিজিট বাক্যগঠন, ফাইভ–ডব্লিউ–এইচ ও সিঁড়িবৈশিষ্ট্য আলোচিত হবে। প্রধান মডারেটর থাকবেন কবি-সম্পাদক সালেম সুলেরী। কর্মশালা সমন্বয় করছে স্থানীয় সাংবাদিকরা এবং ‘দ্যোতনা সাহিত্য গোষ্ঠী’। পরিচালনায় থাকবেন ‘অমরাবতী’ সম্পাদক মতিন বাঙালি ও লেখক-অধ্যক্ষ ড. শাহনাজ পারভিন।

যোগাযোগ (হোয়াটসঅ্যাপ): 0181-2236-930 / 0172-8431-884 / 0191-3810-748

এ ছাড়া ১৩ ডিসেম্বর সকালে যশোর প্রেসক্লাবে মতবিনিময় করবেন সালেম সুলেরী।