ময়মনসিংহের ভালুকা উপজেলার ৯নং কাচিনা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. জাহাঙ্গীর আলম মেম্বার একটি সভায় ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে বক্তব্য দেওয়ার অভিযোগে তার সভাপতির পদ স্থগিত ও শোকজ নোটিশ প্রদান করেছে উপজেলা স্বেচ্ছাসেবকলীগ। এ সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের দপ্তর সম্পাদক শেখ সাখাওয়াত হোসেন রাসেল।
জানা গেছে, গত ১০ ডিসেম্বর (বুধবার) হাজী আনোয়ার উদ্দিন তালুকদার আয়োজিত বাটাজোর বাজার ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা ও বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলে অংশ নেন মো. জাহাঙ্গীর আলম। সভায় তিনি বলেন,
“আমি একজন ব্যবসায়ী, আমার পেট আছে, আমার সন্তান আছে। আমরা সেই সন্তান নিয়ে বাটাজোরের মধ্যে ব্যবসা-বাণিজ্য করতে চাই। আপনি আমাদের আশ্বস্ত করবেন, আমরা কোনো ক্ষতির মুখে পড়বো না। আমরা সবাই এক হয়ে বাচ্চু ভাইয়ের ধানের শীষকে জয়যুক্ত করবো।” পরিশেষে ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর জন্য দোয়া চেয়ে তিনি বক্তব্য শেষ করেন।
দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বক্তব্য ছড়িয়ে পড়লে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জাকির হোসেন শিবলী তার ফেসবুক পোস্টে মো. জাহাঙ্গীর আলমের সভাপতির পদ স্থগিতাদেশ ঘোষণা করেন। একই সঙ্গে ১১ ডিসেম্বর তাকে ব্যাখ্যা চেয়ে শোকজ নোটিশ প্রদান করা হয়।
এমআর/সবা























