০৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মীরসরাইয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ছুরিকাঘাতে বৈষম্যবিরোধী আন্দোলনকর্মীর মৃত্যু

চট্টগ্রামের মীরসরাইয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ছুরিকাঘাতে তাহমিদ খান (২৫) নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য নিহত হয়েছেন। বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় বারইয়ারহাট পৌরবাজারে সংঘর্ষের সময় ছুরিকাঘাতের পর রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত তাহমিদ বারইয়ারহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আলমগীর হোসেনের ছেলে। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন, ‘দির্দি জুলাই মঞ্চ’ ও ধর্ষণ প্রতিরোধ মঞ্চের সক্রিয় কর্মী ছিলেন।

সন্ধ্যায় বারইয়ারহাট পৌরবাজারে হিংগুলি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা জোবায়ের হোসেনকে পায়ে পা তুলে বসা নিয়ে সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম লটিনের সঙ্গে বাকবিতণ্ডা হয়। পরে উভয়পক্ষের লোকজন ঘটনাস্থলে এসে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় তাহমিদ ছুরিকাঘাতে গুরুতর আহত হন।

সংঘর্ষে রায়হান, মেহন, আবরি ও মজাম্মেলসহ আরও কয়েকজন আহত হন। তাহমিদকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হলেও পরে অবস্থার অবনতি হলে চমেকে আনা হয়। রাত ১টার দিকে তিনি মারা যান।

ঘটনাটি ব্যক্তিগত বিরোধজনিত বলে দাবি করেছেন স্থানীয় নেতারা। জোরারগঞ্জ থানার ওসি জানান, এ ঘটনায় এখনও মামলা হয়নি; তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মরদেহ চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ছাত্রদল নেতার বিরুদ্ধে ফ্যাসিস্টদের সম্পদ দেখভালের দায়িত্ব পালনের অভিযোগ

মীরসরাইয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ছুরিকাঘাতে বৈষম্যবিরোধী আন্দোলনকর্মীর মৃত্যু

আপডেট সময় : ০৬:১৯:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫

চট্টগ্রামের মীরসরাইয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ছুরিকাঘাতে তাহমিদ খান (২৫) নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য নিহত হয়েছেন। বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় বারইয়ারহাট পৌরবাজারে সংঘর্ষের সময় ছুরিকাঘাতের পর রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত তাহমিদ বারইয়ারহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আলমগীর হোসেনের ছেলে। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন, ‘দির্দি জুলাই মঞ্চ’ ও ধর্ষণ প্রতিরোধ মঞ্চের সক্রিয় কর্মী ছিলেন।

সন্ধ্যায় বারইয়ারহাট পৌরবাজারে হিংগুলি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা জোবায়ের হোসেনকে পায়ে পা তুলে বসা নিয়ে সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম লটিনের সঙ্গে বাকবিতণ্ডা হয়। পরে উভয়পক্ষের লোকজন ঘটনাস্থলে এসে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় তাহমিদ ছুরিকাঘাতে গুরুতর আহত হন।

সংঘর্ষে রায়হান, মেহন, আবরি ও মজাম্মেলসহ আরও কয়েকজন আহত হন। তাহমিদকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হলেও পরে অবস্থার অবনতি হলে চমেকে আনা হয়। রাত ১টার দিকে তিনি মারা যান।

ঘটনাটি ব্যক্তিগত বিরোধজনিত বলে দাবি করেছেন স্থানীয় নেতারা। জোরারগঞ্জ থানার ওসি জানান, এ ঘটনায় এখনও মামলা হয়নি; তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মরদেহ চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।