দিনাজপুরের বীরগঞ্জে রোববার সন্ধ্যায় ট্রাক্টরের চাপায় ব্যাটারী চালিত রিক্সাভ্যানে থাকা আনারুল ইসলাম (৬০) এবং মোঃ আবু সাঈদ (৬) নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও দুই যাত্রী—সুলতানা বেগম (৬০) এবং মোঃ আব্দুস সালাম (৫৫)।
নিহত আনারুল ইসলাম বীরগঞ্জ উপজেলার ভোগনগর গ্রামের মৃত ফজল হোসেনের ছেলে, আর শিশু মোঃ আবু সাঈদ শতগ্রাম ইউনিয়নের নোহাইল গ্রামের মোঃ আফজাল হোসেনের ছেলে। আহত সুলতানা পারভীন ভোগনগর গ্রামের মোঃ মতিয়ার হোসেনের স্ত্রী এবং মোঃ আব্দুস সালাম একই গ্রামের মোঃ আলিম উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানিয়েছেন, রিক্সাভ্যানটি ভোগনগর গ্রাম থেকে কবিরাজহাট বাজারে যাচ্ছিল। সন্ধ্যা ৭টার দিকে বিপরীতগামী একটি ট্রাক্টরের সামনের চাকা খুলে যাওয়ার কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রিক্সাভ্যানটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই আনারুল ইসলাম মারা যান, আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর হওয়ায় সুলতানা বেগম ও মোঃ আবু সাঈদকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পথে শিশু মোঃ আবু সাঈদ মারা যান। মোঃ আব্দুস সালাম এখনও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
বীরগঞ্জ থানার ওসি মোঃ সাইফুল ইসলাম দুর্ঘটনা ও হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।






















