মানবিক সেবার প্রত্যয়ে “মানবতার কল্যাণে আমাদের পাশে থাকুন” স্লোগানকে সামনে রেখে সামাজিক সংগঠন প্রিয় সলঙ্গার গল্প-এর উদ্যোগে সলঙ্গায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) সকালে সলঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদসংলগ্ন আব্দুল আলিম হজ্ব কাফেলা অফিস প্রাঙ্গণে আয়োজিত এ ক্যাম্পে এলাকার অসহায় ও সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানসহ প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।
ক্যাম্পের উদ্বোধন করেন সংগঠনের সভাপতি কে. এম. আমিনুল ইসলাম হেলাল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের চিফ এডমিন শাহ আলম।
এ সময় র্যাব হেডকোয়ার্টার্সের আইন বিষয়ক কর্মকর্তা আবু হাসান রুবেল, সংগঠনের উপদেষ্টা সহকারী অধ্যাপক আব্দুল মান্নান, আবদুস ছালাম মাস্টার, এস. এম. ফারুক হায়দার, সহকারী অধ্যাপক বেলাল হোসেন, প্রভাষক তাজউদ্দীন, এডমিন তুষার, হারুন অর রশিদ, শাহিদুল, হাফিজ, মিলন, রাকিব, ফরহাদসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পে বিশেষজ্ঞ ও অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে চিকিৎসা কার্যক্রম পরিচালিত হয়। এতে প্রায় পাঁচ শতাধিক নারী, পুরুষ, শিশু ও বয়স্ক রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন। পাশাপাশি রক্তের গ্রুপ নির্ণয়, ওজন, রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষাও বিনামূল্যে সম্পন্ন করা হয়।
চিকিৎসক দলের মধ্যে ছিলেন নিউরোসার্জারি বিশেষজ্ঞ ডা. মো. রবিউল করিম, মুখ, চোয়াল ও দন্ত রোগ বিশেষজ্ঞ ডা. মো. আমিনুল ইসলাম মাসুম, সার্জারি বিশেষজ্ঞ ডা. মো. অলি আহমেদ পারভেজ, মেডিসিন ও চর্ম-যৌন রোগ বিশেষজ্ঞ ডা. মো. আব্দুল্লা আল কাফি এবং গাইনোকোলজি বিশেষজ্ঞ ডা. সুমাইয়া বিনতে সাত্তার (এমবিবিএস, এমআরসিওজি, লন্ডন)।
মেডিকেল ক্যাম্প বাস্তবায়নে সহযোগিতা করে আব্দুল আলিম হজ্ব কাফেলা, জুম ইলেকট্রনিক্স, লাইফ লাইন ফার্মেসি ও মেসার্স শাকিল স্টোর, সলঙ্গা।
এমআর/সবা























