আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য খাগড়াছড়িতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র নিয়েছেন মহালছড়ি উপজেলার সাবেক চেয়ারম্যান সোনারতন চাকমা এবং দীঘিনালা উপজেলার সাবেক চেয়ারম্যান ধর্ম জ্যোতি চাকমা।
রবিবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয় থেকে সোনারতন চাকমার পক্ষে তার মামাতো ভাই কিশলয় তালুকদার মনোনয়ন পত্র সংগ্রহ করেন। কিশলয় তালুকদার জানান, সুস্থ ও নিরপেক্ষ ভোট হলে তার ফুফাতো ভাই জয়ী হবেন। এ সময় উপস্থিত ছিলেন ১ নং মহালছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লাব্রেচাই মারমা, ৪ নং মাইসছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান শান্তশীল চাকমা ও সাবেক ইউপি সদস্য বিমল জ্যোতি চাকমা।
অন্যদিকে, দীঘিনালা উপজেলার সাবেক চেয়ারম্যান ধর্ম জ্যোতি চাকমার পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করেন দীঘিনালা ৪ নং ইউপি সদস্য উপগুপ্ত চাকমা।























