বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে ময়মনসিংহের ভালুকায় শুভেচ্ছা র্যালি অনুষ্ঠিত হয়েছে।
পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন মেঘার মাঠ থেকে পৌনে ১টার দিকে শুরু হওয়া র্যালি শহরের বাসস্ট্যান্ড মহাসড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। র্যালি নেতৃত্ব দেন পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ¦ হাতেম খান। তিনি সংক্ষিপ্ত বক্তব্যে দলের নেতা এবং সমর্থকদের স্বদেশ প্রত্যাবর্তন উদযাপনের আহ্বান জানান।
র্যালিতে অংশগ্রহণ করেন পৌর বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ—আবুল কালাম আজাদ, স্বপন বণিক, আবু তাহের ফকির, জহির রায়হান, সাইদুল ইসলাম, শাহাব উদ্দিন খান, আতাউর রহমান আতা, জালাল উদ্দিন, নুরুল ইসলাম, আমিনুল ইসলাম পাপ্পু, মো. আলম খান, মোবারক হোসেন মোল্লা, মজিবর রহমান, আব্দুস সামাদ, মো. আনিছুর রহমান, শহিদুল ইসলাম, মজিবর রহমান খোকা, শেফালী আক্তার, নাজমা আক্তার, চায়না আক্তার, সাদিকুর রহমান সাদিক, প্রদীপ বণিক, ওয়াসিম মোদক প্রমুখ।
শুভেচ্ছা র্যালিতে উপস্থিত নেতারা দলের ঐক্যবদ্ধতা এবং তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনকে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক মুহূর্ত হিসেবে উদযাপন করেন।






















