আতাউর রহমান কাওছার, ওসমানী নগর প্রতিনিধি
শীতের শুরুতে বাজারে পর্যাপ্ত পরিমাণ সবজি থাকার কথা থাকলেও এবার সিলেটের ওসমানীনগর উপজেলায় সবজির বাজার রয়েছে নিয়ন্ত্রণহীন।
বাজারগুলোতে একই দ্রব্য একেক দামে বিক্রি হচ্ছে। মধ্যে ভিত্ত কিংবা নিম্ন ভিত্ত পরিবারে মানুষের নাগালের বাইরে রয়েছে বাজারে স্তরে স্তরে সাজানো শাক-সবজি।
উপজেলার গোয়ালা বাজার ঘুরে দেখা যায় , টমেটো প্রতি কেজি ১০০ থেকে ১২০ টাকা , আলু ১৩৫ টাকা,শসা ৩০ থেকে ৪০ টাকা, গাজর ১২০ টাকা , কাঁচামরিচ ১৬০ থেকে ১৮০ টাকা, বেগুন ৬০ টাকা । দয়ামীর বাজারে , টমেটো ১০০ টাকা, কাঁচামরিচ ১৬০ টাকা থেকে ২০০ টাকা, বেগুন ৪০ থেকে ৬০ টাকা, শসা ৪০ থেকে ৫০ টাকা, গাজর ১৩০ টাকা ধরে বিক্রি করা হচ্ছে।
মহাসড়ক থেকে ২/৩ কিলোমিটার দূরের বাজারগুলেতে আরো অধিক দামে বিক্রি হচ্ছে শাকসবজি।সুষ্ঠু তদারকি না থাকার কারণে নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে সবজির বাজার এমন দাবীও রয়েছে অনেকের।
গোয়ালাবাজার এলাকার সবজি ব্যবসায়ী আলম জানান, কাঁচাবাজারে সবজির নির্ধারিত দাম না থাকায় একেক হাটে এসব সবজি একেক দামে বিক্রি হচ্ছে। এছাড়াও যারা দূরের বাজারগুলোর ব্যবসায়ী রয়েছেন তাদের গাড়ি ভাড়া দিতে হয়। ভাড়ার হিসেব অনুযায়ী সবজির দাম বাড়ানো হয়ে থাকে।
একাধিক ক্রেতা জানান, টমেটো, শসা, গাজর, কাঁচামরিচ, লেবু,বেগুন ছাড়াও শাকের প্রতি ক্রেতাদের চাহিদা থাকায়, শাকও বিক্রি হচ্ছে বেশি দামে।
গোয়ালাবাজার এলাকার শিক্ষক ছান মিয়া জানান, কাচা মালের ব্যবসা যারা করেন তাদের কোন তদারকি না করায়, অধিক মুনাফা লাভের আশায় ক্রেতাদের রীতিমতো ঠকাচ্ছেন।
ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা রায়হানা জানান, বাজার নিয়মিত তদারকি করা হয়। শুধু সবজি বাজার নয় প্রতিটি ক্ষেত্রেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নজরধারি রয়েছে।


























